ভোরের আলো ফুটছে...একে একে রেললাইনের দিকে এগোলেন মা ও ২ মেয়ে! মুহূর্তে ছুটে এল ট্রেন, তার পর?

Last Updated:
Train Death: কিছু একটা যে ঘটতে চলেছে, তার ইঙ্গিত হয়তো ছিল। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এমন কিছু ঘটতে পারে। ভোরের আলো ফোটার আগেই তিনটি অবয়ব দেখা গিয়েছিল রেললাইনের ধারে। মুহূর্তের মধ্যে ট্রেন ছুটে আসে, আর তার পর…!
1/7
৫টা বেজে ২০ মিনিট। ভোরের আলো সদ্য ফুটেছে তখন। ১ নারী ও ২ বালিকা এগিয়ে এলেন রেললাইনের দিকে। কিছু একটা যে ঘটতে চলেছে, তার ইঙ্গিত হয়তো ছিল। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এমন কিছু ঘটতে পারে। মুহূর্তের মধ্যে ট্রেন ছুটে আসে, আর তার পর… woman-jumped-in-front-of-train-with-10-11-year-daughters-kerala-kottayam-death of 3 due to mental-stress
৫টা বেজে ২০ মিনিট। ভোরের আলো সদ্য ফুটেছে তখন। ১ নারী ও ২ বালিকা এগিয়ে এলেন রেললাইনের দিকে। কিছু একটা যে ঘটতে চলেছে, তার ইঙ্গিত হয়তো ছিল। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এমন কিছু ঘটতে পারে। মুহূর্তের মধ্যে ট্রেন ছুটে আসে, আর তার পর…!
advertisement
2/7
শুক্রবার সকালে রেললাইনের উপর এক মহিলা ও তাঁর দুই কন্যাসন্তানের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। জানা যায়, ৪২ বছরের ওই মহিলার নাম শাইনি কুরিয়াকোস, এবং তাঁর দুই মেয়ে— ১১ বছরের অ্যালিনা ও ১০ বছরের ইভানা।
শুক্রবার সকালে রেললাইনের উপর এক মহিলা ও তাঁর দুই কন্যাসন্তানের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। জানা যায়, ৪২ বছরের ওই মহিলার নাম শাইনি কুরিয়াকোস, এবং তাঁর দুই মেয়ে— ১১ বছরের অ্যালিনা ও ১০ বছরের ইভানা।
advertisement
3/7
প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর প্রায় ৫টা ২০ মিনিট নাগাদ তিনজনকে একসঙ্গে জড়িয়ে ধরে রেললাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দ্রুতগতিতে আসতে থাকা কোট্টায়াম-নিলাম্বুর এক্সপ্রেস ট্রেনের চালক একাধিকবার হর্ন বাজান, কিন্তু তারা সরেনি। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর প্রায় ৫টা ২০ মিনিট নাগাদ তিনজনকে একসঙ্গে জড়িয়ে ধরে রেললাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দ্রুতগতিতে আসতে থাকা কোট্টায়াম-নিলাম্বুর এক্সপ্রেস ট্রেনের চালক একাধিকবার হর্ন বাজান, কিন্তু তারা সরেনি। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।
advertisement
4/7
প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক কারণে মানসিক চাপে ছিলেন শাইনি। গত নয় মাস ধরে স্বামীর থেকে আলাদা থাকছিলেন তিনি। দুই মেয়েকে নিয়ে নিজের বাড়িতেই থাকতেন। কিন্তু কী এমন ঘটল, যার ফলে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক কারণে মানসিক চাপে ছিলেন শাইনি। গত নয় মাস ধরে স্বামীর থেকে আলাদা থাকছিলেন তিনি। দুই মেয়েকে নিয়ে নিজের বাড়িতেই থাকতেন। কিন্তু কী এমন ঘটল, যার ফলে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
5/7
ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহগুলি গুরুতরভাবে বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা কঠিন ছিল। পরে দেহগুলিকে কোট্টায়াম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।
ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহগুলি গুরুতরভাবে বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা কঠিন ছিল। পরে দেহগুলিকে কোট্টায়াম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।
advertisement
6/7
এই ঘটনা আবারও সামনে এনেছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং মানসিক চাপ মোকাবিলায় যথাযথ সাহায্যের প্রয়োজনীয়তা। কী ঘটেছিল সেই শেষ মুহূর্তে? কেন এমন পথ বেছে নিলেন শাইনি? উত্তর খুঁজছে পুলিশ।
এই ঘটনা আবারও সামনে এনেছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং মানসিক চাপ মোকাবিলায় যথাযথ সাহায্যের প্রয়োজনীয়তা। কী ঘটেছিল সেই শেষ মুহূর্তে? কেন এমন পথ বেছে নিলেন শাইনি? উত্তর খুঁজছে পুলিশ।
advertisement
7/7
সূত্রের খবর, কেরালার কোট্টায়াম জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে এক মা তার দুই কন্যা সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতরা হলেন ৩১ বছর বয়সি মা এবং তার ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়ে। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। woman-jumped-in-front-of-train-with-10-11-year-daughters-kerala-kottayam-death of 3 due to mental-stress
সূত্রের খবর, কেরালার কোট্টায়াম জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে এক মা তার দুই কন্যা সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতরা হলেন ৩১ বছর বয়সি মা এবং তার ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়ে। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
advertisement
advertisement
advertisement