Recruitment 2022: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ২১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (National Thermal Power Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NTPC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
NTPC Recruitment 2022: কীভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে NTPC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ntpc.co.in-এ যেতে হবে।
আরও পড়ুন: সরকারি এই সংস্থায় ম্যানেজার পদে বিপুল পরিমাণে নিয়োগ, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা:ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (National Thermal Power Corporation)
পদের নাম:একজিকিউটিভ ট্রেইনি – এইচআর, একজিকিউটিভ ট্রেইনি – ফিনান্স, একজিকিউটিভ ট্রেইনি - ফিনান্স (CA/CMA)
শূন্যপদের সংখ্যা:৬০
কাজের স্থান:কিছু জানানো হয়নি
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:মাসিক ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা
আবেদন পদ্ধতি:অফলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ২১.০৩.২০২২
NTPC Recruitment 2022: বয়সসীমা
২১ মার্চ, ২০২২ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৯ হতে হবে।
NTPC Recruitment 2022: বেতন স্কেল
নির্বাচিত প্রার্থীদের ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E1 গ্রেড) বেতন স্কেলে রাখা হবে।
NTPC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
একজিকিউটিভ ট্রেইনি - ফিনান্স (CA/CMA): ২০টি পদ (UR - ২০, EWS - ১, OBC - ৫, SC - ৩, ST - ১)
একজিকিউটিভ ট্রেইনি - ফিনান্স (এমবিএ-ফিন): ১০টি পদ (ইউআর - ৬, ইডব্লিউএস - ১, ওবিসি - ২, এসসি - ১)
একজিকিউটিভ ট্রেইনি – এইচআর: ৩০ টি পদ (UR - ১৪, EWS - ২, OBC - ৮, SC - ৪, ST - ২)
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Recruitment 2022: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement