Modi Govt Students Scholarship: ৫০ হাজার টাকা দিচ্ছে মোদি সরকার! ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সুখবর! শেষ তারিখ ৩১ শে অক্টোবর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Modi Govt Students Scholarship: পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপ তো ছিলই। এবার আরও এক ধাপ এগিয়ে গোটা দেশের পড়ুয়াদের শিক্ষার খাতে খরচের জন্য এককালীন ৫০ হাজার টাকা দেবে কেন্দ্রের মোদি সরকার।
#নয়াদিল্লি: ফের পড়ুয়াদের জন্য দরাজ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। দেশের সমস্ত পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপ তো ছিলই। এবার আরও এক ধাপ এগিয়ে গোটা দেশের পড়ুয়াদের শিক্ষার খাতে খরচের জন্য এককালীন ৫০ হাজার টাকা দেবে কেন্দ্রের মোদি সরকার। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
কেন্দ্র সরকারের লক্ষ্য হল কী ভাবে দেশের ছাত্র-ছাত্রী বিশেষ করে পড়ুয়াদের উচ্চতর শিক্ষাস্তরে উন্নিত করা যায়। কিন্তু আর্থিক দৈন দশার কবলে পড়ে দেশের বেশির ভাগ পড়ুয়া তাদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে পিছিয়ে পড়েন। এবার সরকারি ভাবে ওই সকল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। মন্ত্রক সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের যেকোনও পড়ুয়া তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যেতে এই বিশেষ আর্থিক সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন।
advertisement
advertisement
কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর যে সকল ছাত্র- ছাত্রীরা উচ্চ শিক্ষায় ভর্তি হয়েছেন মূলত তাদের পড়াশোনায় যাতে আর্থিক অক্ষমতার জেরে কোনও ছেদ না পড়ে তার জন্যই এই এককালীন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
মোদি সরকারের এই আর্থিক সুবিধা কারা পাবেন?
কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষে টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বিদ্যায় পারদর্শী হতে চাইছেন তাদের ওই পড়াশোনার খরচ জোগাতে সরকার তাদের এক কালীন ৫০ হাজার টাকা দেবে। এই টাকার মধ্যে ৩০ হাজার টাকা ওই পড়ুয়ারা তাদের টিউশন ফি বাবদ কাজে লাগাতে পারবেন।
advertisement
অন্যদিকে, যে সকল পড়ুয়াদের দৃষ্টিহীনতা এবং শ্রবণ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বাড়তি ২০ হাজার টাকা দেওয়া হবে। যাতে ওই সকল প্রতিবন্ধী পড়ুয়ারা তাদের প্রয়োজনীয় আনুসাঙ্গিক সরঞ্জাম ক্রয় করতে পারেন। এক্ষেত্রে শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে অক্ষম এবং সক্ষম সকল পড়ুয়ারা তাদের উচ্চতর শিক্ষা বিশেষ করে কারগরি অর্থাৎ টেকনিক্যাল বিষয়ে বিদ্যা অর্জনে পড়াশোনার খরচ বাবদ এই আর্থিক সুবিধা পাবেন।
advertisement
আবেদনের নিয়ম :
কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী ছাত্র- ছাত্রীকে অনলাইনে আবেদন করতে হবে।
প্রথমে আবেদন পত্রটি ডাউন লোড করে তারপ ওই আবেদন পত্রে আবেদনকারীকে তার নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে হবে। আবেদন পত্রটি পূরণের করে তা সাবমিট করতে হবে।
view commentsLocation :
First Published :
September 09, 2022 4:46 PM IST