Rasgulla: খাঁটি গরুর দুধের 'এলাচ-রসগোল্লা' খেয়েছেন কখনও? ১০ জেলার মানুষ স্বাদে পাগল! কোথায় পাবেন রইল হদিস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Rasgulla: জালো সাহ-এর 'এলাচ রসগোল্লার' জনপ্রিয়তা এখন সর্বত্র। এখানে যারা একবার রসগোল্লা খান, তারা তৎক্ষণাৎ এর প্রেমে পড়ে যান।
advertisement
advertisement
বিশেষ বিষয় হল এই রসগোল্লা আপনি ফলের ডায়েটেও খেতে পারেন: দোকানের মালিক গোপাল প্রসাদ সাহ জানান, আমাদের রসগোল্লা গরুর দুধ দিয়ে তৈরি। আর এতে আমরা শুধু এলাচ ব্যবহার করি। তিনি আরও বলেন, আমাদের দোকানের রসগোল্লা সারা বিহারে বিখ্যাত। এই রসগোল্লা যেকোন ধরনের ইবাদত ও রোজায় ফল (খাদ্য) হিসেবে ব্যবহার করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement