TET 2022: টেট পরীক্ষার্থীদের সুবিধায় বাড়তি মেট্রো, অতিরিক্ত ট্রেন চালাবে রেলও
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গোটা রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসতে চলেছেন৷ রাজ্য জুড়ে ১৪০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷
#কলকাতা: আগামী রবিবার ১১ ডিসেম্বর টেট পরীক্ষার জন্য চলবে অতিরিক্তি ট্রেন এবং মেট্রো৷ টেট পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো এবং রেল কর্তৃপক্ষ৷ মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হলেও টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৮টা থেকে অতিরিক্ত ট্রেন চলবে৷
পরীক্ষা শেষ হওয়ার পর দশ মিনিট অন্তর ট্রেন চালানো হবে৷ বেলা একটার পর দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ব্যবস্থা করা হচ্ছে৷ যদিও ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
advertisement
advertisement
এর পাশাপাশি শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় ৩২টি অতিরিক্ত ট্রেন চালানো হবে৷ হাওড়া ডিভিশনেও রবিবার সাধারণ দিনের মতোই সব ট্রেন চালানো হবে৷ আসানসোল এবং মালদহ ডিভিশনেও কোন ট্রেন বাতিল থাকছে না৷
গোটা রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসতে চলেছেন৷ রাজ্য জুড়ে ১৪০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা কেন্দ্রগুলিতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে৷ শুধু মেট্রো এবং ট্রেন নয়, টেট পরীক্ষার্থীদের জন্য যাতে রাজ্য পর্যাপ্ত সংখ্যায় সরকারি- বেসরকারি যানবাহন থাকে, তা নিশ্চিত করতে আগে থেকেই তৎপর হয়েছে পরিবহণ দফতর৷
Location :
First Published :
December 09, 2022 7:34 PM IST