TET 2022: টেট পরীক্ষার্থীদের সুবিধায় বাড়তি মেট্রো, অতিরিক্ত ট্রেন চালাবে রেলও

Last Updated:

গোটা রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসতে চলেছেন৷ রাজ্য জুড়ে ১৪০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: আগামী রবিবার ১১ ডিসেম্বর টেট পরীক্ষার জন্য চলবে অতিরিক্তি ট্রেন এবং মেট্রো৷ টেট পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো এবং রেল কর্তৃপক্ষ৷ মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হলেও টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৮টা থেকে অতিরিক্ত ট্রেন চলবে৷
পরীক্ষা শেষ হওয়ার পর দশ মিনিট অন্তর ট্রেন চালানো হবে৷ বেলা একটার পর দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ব্যবস্থা করা হচ্ছে৷ যদিও ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
advertisement
advertisement
এর পাশাপাশি শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় ৩২টি অতিরিক্ত ট্রেন চালানো হবে৷ হাওড়া ডিভিশনেও রবিবার সাধারণ দিনের মতোই সব ট্রেন চালানো হবে৷ আসানসোল এবং মালদহ ডিভিশনেও কোন ট্রেন বাতিল থাকছে না৷
গোটা রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসতে চলেছেন৷ রাজ্য জুড়ে ১৪০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষা কেন্দ্রগুলিতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে৷ শুধু মেট্রো এবং ট্রেন নয়, টেট পরীক্ষার্থীদের জন্য যাতে রাজ্য পর্যাপ্ত সংখ্যায় সরকারি- বেসরকারি যানবাহন থাকে, তা নিশ্চিত করতে আগে থেকেই তৎপর হয়েছে পরিবহণ দফতর৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET 2022: টেট পরীক্ষার্থীদের সুবিধায় বাড়তি মেট্রো, অতিরিক্ত ট্রেন চালাবে রেলও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement