Higher Secondary New Schedule: উচ্চ মাধ্যমিকের সূচিতে বড় বদল, নবান্নে ঘোষণা মমতার

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা হবে (Higher Secondary 2022)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: উপনির্বাচনের জন্য বড়সড় বদল হল উচ্চ মাধ্যমিকের সূচি (Higher Secondary New Schedule)৷ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ দিন জানিয়েছেন, ২ এপ্রিল নির্ধারিত দিনেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু ২, ৪ এবং ৫ এপ্রিলের পর দশ দিনের বিরতি থাকবে উচ্চ মাধ্যমিকে৷ এর পর ফের পরীক্ষা হবে ১৬ এপ্রিল৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে৷ ৫ এপ্রিল হবে ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা৷ এর পর ১৬ এপ্রিল হবে অঙ্ক পরীক্ষা৷ ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে, ১৯ এপ্রিল হবে কম্পিউটার সায়েন্স পরীক্ষা৷ এর পর ২০ এপ্রিল হবে কমার্শিয়াল ল পরীক্ষা৷
advertisement
advertisement
২১ তারিখ জেইই মেইন পরীক্ষা থাকায় উচ্চ মাধ্যমিকের রাখা হচ্ছে না৷ ২২, ২৩, ২৬ এবং ২৭ এপ্রিল ফের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থাকছে৷ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে ৩০ এপ্রিল৷
advertisement
উচ্চ মাধ্যমিকের নতুন সূচি৷ 
আগের সূচি অনুযায়ী ২৬ এপ্রিল উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার কথা ছিল৷ পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই দিনে একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে৷ ফলে, কলা, বাণিজ্য, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ের পরীক্ষা একই দিনে নেওয়া হবে৷ শিক্ষা দফতরের তরফে পরীক্ষার বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের জন্য পরীক্ষার মধ্যেই বাধ্য হয়ে এই লম্বা বিরতি নিতে হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা অনেক চেষ্টা করেছিলাম৷ কিন্তু আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে৷ ছাত্রছাত্রীদের কাছে তাই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি৷ '
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary New Schedule: উচ্চ মাধ্যমিকের সূচিতে বড় বদল, নবান্নে ঘোষণা মমতার
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement