Madhyamik Result 2025: মাধ্যমিকের মেধাতালিকায় বড়সড় রদবদল! রিভিউ স্ক্রটিনির রেজাল্ট প্রকাশের পর বিরাট চমক
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Madhyamik Result 2025: প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ স্ক্রটিনির রেজাল্ট। মেধাতালিকায় বড়সড় রদবদল। চতুর্থ স্থানে ছিল তার নম্বর পরিবর্তনের ফলে সে দ্বিতীয় স্থানে চলে এল। রিভিও স্ক্রটিনির ফল ঘোষণা পর ৯ জন নতুন করে মেধা তালিকায় স্থান পেল।
কলকাতাঃ প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ স্ক্রটিনির রেজাল্ট। মেধাতালিকায় বড়সড় রদবদল। চতুর্থ স্থানে ছিল তার নম্বর পরিবর্তনের ফলে সে দ্বিতীয় স্থানে চলে এল। রিভিও স্ক্রটিনির ফল ঘোষণা পর ৯ জন নতুন করে মেধা তালিকায় স্থান পেল। অষ্টম স্থানে দুজন ছিল তাদের স্থান পরিবর্তন হয় তাঁরা সপ্তম স্থান অধিকার করেছে।
দশম স্থানে একজন ছিল সে নবম স্থান অধিকার করেছে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর সময় প্রথম ১০ জন স্থান অধিকার করেছিল ৬৬ জন। রিভিউ ও স্ক্রটিনির ফল ঘোষণা হওয়ার পর প্রথম ১০ এ স্থান পেল ৭৫ জন।
advertisement
advertisement
৫৬ হাজার আবেদন করেছিল। ৩৯০০ জন পিপিএস এর জন্য আবেদন করেছিল। ১৯১ জন পিপিআর করেছিল। পিপিএস এর ফলে নম্বর বদল হয়েছে ২৪০০ জনের। পিপিআরে নম্বর বদল হয়েছে ৫৬ জনের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2025 10:36 AM IST