Crime News: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পাঠাতেন স্ত্রী, শ্বশুরবাড়িতে যুবকের রহস্য মৃত্যু! মেঘালয়ের ছায়া এবার নদিয়ায়?

Last Updated:

Crime News: শশুরবাড়িতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হাওড়ার যুবকের। আত্মহত্যার দাবি স্ত্রীর, মানতে নারাজ হাওড়ার শিয়ালডাঙার বাসিন্দা শুভেন্দু সাহার পরিবার। নদিয়ার হরিণঘাটা থানায় শুভেন্দুর স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

News18
News18
হরিণঘাটা: মেঘালয়ের হত্যাকান্ডের ছায়া এবার নদীয়াতে? প্রেমিককে সঙ্গে নিয়ে কি খুন স্বামীকে? তদন্তে পুলিশ। শশুরবাড়িতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হাওড়ার যুবকের। আত্মহত্যার দাবি স্ত্রীর, মানতে নারাজ হাওড়ার শিয়ালডাঙার বাসিন্দা শুভেন্দু সাহার পরিবার। নদিয়ার হরিণঘাটা থানায় শুভেন্দুর স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত শুভেন্দু বাবুর পরিবারের দাবি বিয়ের পরেই উমা দেবী তার পুরোনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।
আরও পড়ুনঃ ১০ হাজার কোটি ছাড়িয়ে সঞ্জয়ের সম্পত্তি! প্রাক্তন স্বামীর অকাল মৃত‍্যুর পর সম্পত্তির কতটা ভাগ পেলেন করিশ্মা ও দুই ছেলে-মেয়ে?
উমা দেবী ও তার প্রেমিকের কিছু অন্তরঙ্গ ছবি শুভেন্দুর মোবাইলে পাঠিয়ে তাঁকে মানসিক চাপ সৃষ্টি করা হত। দু-মাস আগেই পারিবারিক অশান্তির পর উমা দেবী তার বাপের বাড়ি চলে যায়। প্রতি রবিবার শুভেন্দু যেতে তাঁর স্ত্রী আর দুই সন্তানের সঙ্গে দেখা করতে। শেষ রবিবারও সেখানে গেলে সোমবার শুভেন্দুর শশুর বাড়ি থেকে হাওড়ার বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। শুভেন্দু বাবুর পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
advertisement
advertisement
তবে, তাঁর স্ত্রীর দাবি তাঁকে শুভেন্দু বাবু মারধর করতেন, সেদিনও করেছেন। তারপর বাড়ির ছাদে গিয়ে আত্মহত্যা করেছেন। গোটা ঘটনার তদন্ত চেয়ে হরিণঘাটা থানায় শুভেন্দুর স্ত্রী ও তার বাপের বাড়ির একাধিক ব্যক্তির বিরুদ্ধে FIR করা হয়েছে। শুভেন্দু বাবুর পরিবারের আরও অভিযোগ উমা দেবীর প্রেমিক লাগাতার হুমকি দিচ্ছে ফোন করে, অভিযোগ দায়ের করলে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পাঠাতেন স্ত্রী, শ্বশুরবাড়িতে যুবকের রহস্য মৃত্যু! মেঘালয়ের ছায়া এবার নদিয়ায়?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement