Madhyamik Result 2025 6th Ankan Mondal: এলাকায় ভাল চিকিৎসকের অভাব পূরণ করে বাবার ইচ্ছেপূরণ করতে চায় মাধ্যমিকে ষষ্ঠ অঙ্কন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Madhyamik Result 2025 6th Ankan Mondal: বাবার অদম্য ইচ্ছাশক্তি সামনে এগিয়ে নিয়ে যাওয়াই অঙ্কনের লক্ষ্য ছিল। দিনে যে কোনও সময়েই ইচ্ছে মতো পড়াশোনা করতেন, কোনও ধরাবাঁধা নিয়ম ছিল না।
উত্তর ২৪ পরগনা: মাধ্যমিকের ষষ্ঠ বসিরহাটের টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৯০। পড়ুয়াদের অপেক্ষার শেষ। প্রকাশিত হল রাজ্যের সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।
২ মে সকাল ৯টায় ফলপ্রকাশ করলেন পর্ষদ। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ অঙ্কন মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি ১০ নং ওয়ার্ডের রজকপাড়ায়। বাবা অদিশ কুমার মণ্ডল পেশায় শিক্ষক, মা অসিমা পাত্র মণ্ডল গৃহবধূ। নিম্ন মধ্যবিত্ত অঙ্কন ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন।
আরও পড়ুন: মাধ্যমিক ২০২৫-এ রাজ্যে একক প্রথম আদৃত সরকার, রেজাল্ট শুনেই চোখে জল! ভবিষ্যতে কী হতে চায় রায়গঞ্জের ছেলে?
বাবার অদম্য ইচ্ছাশক্তির সামনের নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য ছিল। দিনে যে কোনও সময়ে ইচ্ছে মতো পড়াশোনা করতেন, কোনও সময় নির্দিষ্ট ছিল না। তাঁর পিছনে সবচেয়ে বেশি সাপোর্ট করতেন তাঁর বাবা-মা এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা। তাঁরা চাইতেন অঙ্কন আগামী দিনে বড় হোক। এলাকায় তেমন কোনও নামী চিকিৎসক নেই।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক ২০২৫ ফলাফল, সবার আগে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন
এ বছরের অঙ্কন সম্ভাব্য ষষ্ঠ হওয়ার পরবর্তীতে পড়াশোনার মাধ্যমে সে চিকিৎসক হতে চায়। অন্যদিকে, অঙ্কনের বাবা-মায়ের ইচ্ছা, ছেলের সাফল্য আগামী দিনে অন্যদের যাতে উদ্বুদ্ধ করতে পারে। স্কুলের শিক্ষা থেকে তাই পড়াশোনার ফাঁকে একটু সময় পেলে মনীষীদের বই পড়া, গান গেয়ে সময় কাটাত অঙ্কন। খেলাধূলা বলতে ক্রিকেটকেই পছন্দ করে অঙ্কন। সব মিলিয়ে বসিরহাটের ১০ নম্বর ওয়ার্ডে শুক্রবার খুশির হাওয়া।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 1:54 PM IST