Madhyamik 2025 First Boy Adrit Sarkar: মাধ্যমিক ২০২৫-এ রাজ্যে একক প্রথম আদৃত সরকার, রেজাল্ট শুনেই চোখে জল! ভবিষ্যতে কী হতে চায় রায়গঞ্জের ছেলে?
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Madhyamik 2025 First Boy Adrit Sarkar: মাধ্যমিক ২০২৫-এ রাজ্যে প্রথম হয়েছে আদৃত সরকার। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের অদৃত। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬।
কলকাতা: মাধ্যমিক ২০২৫-এ রাজ্যে প্রথম হয়েছে আদৃত সরকার। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের অদৃত। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছেলে আদৃত।
পরীক্ষায় দারুণ রেজাল্ট করায় খুশি পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। আদৃত ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। মাধ্যমিকের জন্য দিনে প্রায় ১০-১২ ঘণ্টা পড়াশোনা করত বলে জানিয়েছে সে। রেজাল্ট ভাল হবে আশা করলেও এতটা ভাল হবে আশা করেনি আদৃত। রেজাল্ট শুনেই কেঁদে ফেলেছিল সে।
আরও পড়ুন: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, ৭০ দিনের মাথায় রেজাল্ট আউট
২০২৫ সালের মাধ্যমিকের মেধাতালিকায় মোট ৬৬ জনের নাম রয়েছে। প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুল থেকে আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। ৯৯.৪ শতাংশ। উত্তর দিনাজপুর থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক ২০২৫ ফলাফল, সবার আগে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন
মাধ্যমিকে দ্বিতীয় মালদহ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকে অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুল থেকে সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার কতুলপুর হাইস্কুল থেকে ঈশানী চক্রবর্তী।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 10:33 AM IST