Madhyamik Result 2024 Toppers: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Madhyamik Result 2024 Toppers List: প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। রইল সবিস্তার মেধাতালিকা। প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। স্কুলের নাম: রামভোলা হাইস্কুল, জেলা: কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৬৯৩
কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। এ বছরের পরীক্ষায় ৭টি কম্পালসরি বিষয় এবং ৪৭টি ঐচ্ছিক বিষয় ছিল। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। রইল সবিস্তার মেধাতালিকা। মেধাতালিকায় পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ জন, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন।
মাধ্যমিক ২০২৪-এ মেধাতালিকা
প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। স্কুলের নাম: রামভোলা হাইস্কুল, জেলা: কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৬৯৩ (৯৯ শতাংশ)।
দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু। স্কুলের নাম: পুরুলিয়া জেলা স্কুল, জেলা পুরুলিয়া। প্রাপ্ত নম্বর: ৬৯২ ( ৯৮.৯৬ শতাংশ)।
advertisement
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পালের প্রাপ্ত নম্বর ৬৯১।
advertisement
আরও পড়ুন: ৮০ দিনের মাথায় মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট, কেমন হল ফলাফল? দেখুন এখানে
৬৯০ (৯৮.৫৭ শতাংশ) পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে তপজ্যোতি মণ্ডল।
৬৮৯ পেয়ে পঞ্চম স্থানে অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল, পূর্ব বর্ধমান।
৬৮৮ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ৪ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষাণু সাহা। মালদহের মহম্মদ সাহারুদ্দিন আলি, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু, মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুলের ছাত্র। দক্ষিণ ২৪ পরগণার অলিভ গায়েন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
advertisement
৬৮৭ পেয়ে সপ্তম স্থানে কোচবিহারে আসিফ কামাল মাথাভাঙা হাইস্কুলের পড়ুয়া। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক বালুরঘাট গার্লস হাইস্কুলের পড়ুয়া। অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাইস্কুল। সাত্যদা দে, বালুরঘাট হাইস্কুল। বীরভূমের আরত্রিক শ, সরোজিনী দেবী শিশু মন্দির। পূর্ব মেদিনীপুরের সুপমকুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল। পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে
৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে পূর্ব বর্ধমান থেকে ইন্দ্রানী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস। দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল। নদিয়া থেকে ঋদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।
নবম স্থানে দক্ষিণ দিনাজপুর থেকে রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল। অস্মিতা চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর বাউল পরমেশ্বর হাইস্কুল। বিশালচন্দ্র মণ্ডল, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। আমিনুল ইসলাম, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। চন্দ্রদীপ দাস, সাঁইথিয়া টাউন হাইস্কুল। অরুণিমা চট্টোপাধ্যায়, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল। অন্বেষা ঘোষ, ঝাড়ঘ্রাম রানি বিনোদমঞ্জরী গার্লস হাইস্কুল। ধৃতিমান পাল, মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুল। সায়ক শাসমল, রামকৃষ্ণ শিক্ষামন্দির। সাগর জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির। সাগ্নিক ঘটক, বিবেকান্দ মশন আশ্রম শিক্ষায়তন। জিষ্ণু দাস, চাকদহ রামলাল অ্যাকাডেমি। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সায়নদীপ মান্না, শ্যামপুর হাইস্কুলের ছাত্র অরণ্যদেব বর্মন, প্রাপ্ত নম্বর ৬৮৫ (৯৭.৮৬ শতাংশ)।
advertisement
দশম স্থানে রয়েছে ১৫ জন পরীক্ষার্থী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ভূমি সরকার, মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র বিশাল মণ্ডল, বাকুঁড়ার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত, পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরামদাস ইনস্টিটিউটের ছাত্র অনীশ কোনার, পূর্ব বর্ধমানেরর পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী সম্পূর্ণা নাথ, হুগলির ইএলআইটি কো-এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল, বাঁকুড়ার তালডাংরা ফুলমতি হাইস্কুলের ছাত্রী সৌমিক খান, গড় রায়পুর হাইস্কুলের ছাত্র সৌমদীপ মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অগ্নিভ পাত্র, পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র সম্পাদ পারিয়া, ঋতম দাস, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রকান্তি জানা, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ইশান বিশ্বাস। প্রাপ্ত নম্বর ৬৮৪ (৯৭.৭১ শতাংশ)।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 10:19 AM IST