Madhyamik 2023: হাতে মাত্র কয়েক দিন! কেমন হওয়া উচিত মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি? জেনে নিন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Madhyamik 2023: সার্বিকভাবে পরীক্ষার প্রস্তুতি কী রকম হওয়া প্রয়োজন, সেই বিষয়ে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়েছেন।
দুর্গাপুর: হাতে আর মাত্র কয়েকদিন। তারপর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবেন পড়ুয়ারা। ফেব্রুয়ারি মাসেই শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। সমস্ত পড়ুয়ারা নিজের মতো সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে সার্বিকভাবে কী কী বিষয়ে নজর দেওয়া প্রয়োজন? এই বিষয়ে পড়ুয়াদের ক্ষেত্রে কিছু টিপস দিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডঃ কলিমুল হক। যিনি বর্তমানে দুর্গাপুর নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে কর্মরত। বিষয়ভিত্তিক ভাবে না বলে, তিনি সার্বিকভাবে পরীক্ষার প্রস্তুতি কী রকম হওয়া প্রয়োজন, সেই বিষয়ে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়েছেন।
রিভিশন
শিক্ষক করিমুল হক জানিয়েছেন, পরীক্ষার আগে হাতে আর মাত্র কিছু দিন রয়েছে। তাই এই সময় পড়ুয়াদের উচিত বিষয়গুলি আরও এক বার ঝালিয়ে নেওয়া। অর্থাৎ প্রতিদিন নিয়ম করে তিনি পড়ুয়াদের প্রত্যেকটি বিষয় রিভিশন করার পরামর্শ দিয়েছেন।
advertisement
রাইটিং স্কিল
শিক্ষক বলেছেন, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে পড়াশোনার পাশাপাশি লেখার দক্ষতা বাড়িয়ে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে তিনি উল্লেখযোগ্য ভাবে বলেছেন, করোনার সময় পড়ুয়ারা অনলাইন ক্লাসের জন্য লেখালিখইর থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। ফলে লেখার অভ্যাস অনেকটাই নষ্ট হয়েছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু অনেকটা করে লিখতে হবে, সেই জন্য পড়াশোনার পাশাপাশি নিজেদের লেখার দক্ষতাও ঝালিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
সারাদিনে কতক্ষণ পড়তে হবে
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষকের পরামর্শ, পরীক্ষার আগের কয়েকটা দিন কমপক্ষে ১০ ঘন্টা পড়াশোনা করতে হবে। কোন বিষয় নিয়ে কতক্ষণ পড়তে হবে, তা আগে থেকে সাজিয়ে নিতে হবে। তবেই হাতে থাকা কয়েকদিনে পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া যাবে।
মনোনিবেশ সহকারে পড়া
advertisement
পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষক কলিমুল হক বলেছেন, যতটা সময় তাঁরা পড়বেন, সেই পুরো সময়টাই পড়াশোনার মনোনিবেশ করতে হবে। পড়তে পড়তে গল্প করা বা পাশে স্মার্টফোন রেখে দেওয়া যাবে না। এই সময় স্মার্টফোনের দিকে নজর না দেওয়া ভাল বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, পড়ুয়াদের যে সময়টা পড়তে ভালো লাগছে, সেই সময়টাকেই নির্দিষ্ট করে কাজে লাগাতে হবে এবং একাগ্র চিত্তে পড়াশোনা করতে হবে।
advertisement
শরীরের দিকে নজর দেওয়া
শিক্ষক বলছেন, যেহেতু মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনেক পড়ুয়াদের মধ্যেই চিন্তা কাজ করে, বা কিছুটা বাড়তি পরিশ্রম করতে হয়, সেই জন্য শরীরের দিকে নজর দেওয়া প্রয়োজন। ঠিকঠাক ভাবে পড়াশোনা করার জন্য শরীর সুস্থ রাখা প্রয়োজন। এই সময় যতটা সম্ভব পুষ্টিকর খাবার খেতে হবে। পাশাপাশি যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেজন্য ঠান্ডা লাগার হাত থেকেও নিজেকে রক্ষা করতে হবে। অন্যদিকে, সঠিকভাবে পড়াশোনা করা এবং সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবারের পাশাপাশি নির্দিষ্ট সময়ে ঘুমও প্রয়োজন।
advertisement
অভিভাবকদের জন্য টিপস
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর কলিমুল হক জানিয়েছেন, এই সময় যে সব বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন, সে সমস্ত পরিবারের অভিভাবকদের একটু নজর দিতে হবে ছেলেমেয়েদের দিকে। এই কয়েকটা দিন পড়ার সময় সন্তানের পড়াশোনার দিকে তাঁদের বিশেষ নজর দিতে হবে।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 3:55 PM IST