Madhyamik Exam 2026: মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করল পর্ষদ, কোথা থেকে সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা? জেনে নিন

Last Updated:

Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট-পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্র ও শনিবার জেলায় জেলায় পর্ষদের ক্যাম্প অফিস তা বিনামূল্যে সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট-পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্র ও শনিবার জেলায় জেলায় পর্ষদের ক্যাম্প অফিস তা বিনামূল্যে সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে টেস্ট-পেপারের আনুষ্ঠানিক প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
রামানুজ বলেন, ”ছাত্র-ছাত্রীরা যাতে দ্রুত টেস্ট পেপার হাতে পায়, তাই এ বার আমাদের ক্যাম্প অফিস থেকে একসঙ্গে স্কুলগুলিতে টেস্ট পেপার পৌঁছে দেওয়া হচ্ছে। ঘটনাচক্রে আমি আজ আলিপুরদুয়ারে ছিলাম, তাই এখান থেকে উদ্বোধন করলাম।” এর আগে পর্ষদ প্রকাশিত টেস্ট-পেপার প্রথমে জেলা স্কুল পরিদর্শকের অফিসে পৌঁছত। সেখান থেকে বিলি হত স্কুলে স্কুলে। এতে খানিকটা সময় লাগত। পর্ষদের দাবি, এ বার থেকে এই প্রক্রিয়া আরও সহজে সম্পন্ন হবে। পর্ষদের ক্যাম্প অফিস থেকে সরাসরি টেস্ট-পেপার সংগ্রহ করে নিয়ে যাবে স্কুলগুলি।
advertisement
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট-পেপার প্রকাশ
advertisement
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট-পেপার প্রকাশ
আরও পড়ুন: শূন্যপদ ১৩৪২১, আবেদন জমা পড়ল ৬০০০০! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কোথায়-কবে? বড় খবর
সারা রাজ্যে মোট ৪৬টি ক্যাম্প অফিস থেকে এই টেস্ট-পেপার বিলি করা হবে। তবে, এই ক্যাম্প থেকে শুধু টেস্ট পেপার নয়, নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তুলে দেওয়া হবে স্কুল প্রতিনিধিদের হাতে। এমনই জানিয়েছে পর্ষদ। এ বারের টেস্ট-পেপারে রাজ্যের ১০ শতাংশ সরকারি ও সরকারিপোষিত স্কুলের প্রশ্নপত্র স্থান পেয়েছে। প্রায় সাড়ে ৫০০ প্রশ্ন রয়েছে সেখানে। পাশপাশি, প্রথম এবং শেষ পাতায় রয়েছে অঙ্গীকার। পরীক্ষাকেন্দ্রে পেন, পেন্সিল-সহ কোন কোন সামগ্রী পডুয়ারা নিয়ে যেতে পারবে, কোন কোন সামগ্রী সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না, তা-ও উল্লেখ করা রয়েছে। কন্ট্রোলরুমের নম্বরও ছাপানো রয়েছে সেখানে।
advertisement
আরও পড়ুন: বেঁচে গিয়েছিলেন অলৌকিক ভাবে, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশ এখন কেমন আছেন? মন খারাপ হয়ে যাবে জানলে
মাধ্যমিক ২০২৬-এর জন্য নবম শ্রেণিতে পৌনে ১১ লক্ষ পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। সেই হিসাব অনুযায়ী টেস্ট পেপার ছাপানো হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। এই প্রথম টেস্ট-পেপারে নেপালি ও উর্দু বিষয়ক প্রশ্নও রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ৯৩০০ স্কুল রয়েছে। প্রত্যেকটি স্কুলকে আলাদা করে তিনটি টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হচ্ছে। তার জন্য অতিরিক্ত ২৭,৯০০ টেস্ট পেপার ছাপানো হয়েছে।
advertisement
(সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2026: মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করল পর্ষদ, কোথা থেকে সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা? জেনে নিন
Next Article
advertisement
Left TMC Alliance in Purba Medinipur: বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
  • পূর্ব মেদিনীপুরে জোট বাঁধল বাম-তৃণমূল৷

  • সমবায় ভোটে বিজেপিকে হারাতে জোট৷

  • জোট বেঁধে সমবায় জোটে জয় বাম-তৃণমূল জোটের৷

VIEW MORE
advertisement
advertisement