Madhyamik Exam 2023: সামনেই মাধ্যমিক, অঙ্কে দুর্দান্ত রেজাল্ট করতে টিপস দিলেন রামকৃষ্ণ মিশনের শিক্ষক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Madhyamik Exam 2023: আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ মুহূর্তের অঙ্কের সাজেশন নিয়ে হাজির রামকৃষ্ণ মিশনের শিক্ষক।
পুরুলিয়া: সামনেই মাধ্যমিক পরীক্ষা আর অঙ্কের নাম শুনলেই হার হিম হয়ে যায় ছাত্র-ছাত্রীদের। কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্কের ফুল মার্কস পাওয়ার রয়েছে বেশ কিছু কৌশল। দুর্দান্ত সাজেশন দিচ্ছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের গণিত বিভাগের শিক্ষক। তাঁর কথায়, অঙ্কের একটাই সলিউশন তা হল প্র্যাকটিস।
টেক্স বইয়ের উপর গুরুত্ব দিয়ে যদি যথাযথ প্র্যাকটিস করা হয় তাহলে কোন সমস্যাই থাকেনা। অনুশীলন জারি রাখতে হবে কোন গ্যাপ দেওয়া চলবে না। অঙ্কের পুরো বিষয়টি নির্ভর করে একটি অধ্যায়ের সঙ্গে অপর চ্যাপ্টার যুক্ত তাই কোনও অধ্যায় বাদ দেওয়া যাবে না। অঙ্কের ফর্মুলার উপর জোর দিতে হবে। ভীষণ ভাবে প্র্যাকটিস করতে হবে তাহলেই সফলতা আসবে।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে? নামকরা গৃহশিক্ষকের দারুণ সাজেশন
ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। তাই বরাবরই মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদগ্রীব হয়ে থাকেন ছাত্র-ছাত্রীরা। অন্যান্য সাবজেক্টে ভাল ফলাফল করলেও অঙ্কের নাম শুনলেই বেশিরভাগ ছাত্রছাত্রী ঘাবড়ে যান। মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বরাবরই শীর্ষতার শিখরে থাকে। তাই রাজ্যের মানুষদের আলাদা একটা এক্সপেক্টেশন থেকে থাকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের রেজাল্টের ক্ষেত্রে। এ বছরও ছাত্ররা ভাল ফল করবে বলে আশা রাখছেন শিক্ষকরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 5:53 PM IST