Madhyamik Exam 2023|| মাধ্যমিকের আগে চিন্তিত পড়ুয়ারা, পরীক্ষার্থীদের জন্য রইল কৃতী ছাত্রীর দেওয়া জরুরি টিপস
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Madhyamik Examination Tips: জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ড পরীক্ষা মাধ্যমিক। আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে যাওয়ার আগে রইল কিছু টিপস।
শিলিগুড়ি: জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ড পরীক্ষা মাধ্যমিক। আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা প্রস্তুতি এখন চরম পর্যায়ে পরীক্ষার্থীদের মধ্যে। পড়াশোনায় ব্যস্ত সকল পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু টিপস জেনে নিলে মন্দ হয় কী। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থী দার্জিলিং জেলায় প্রথম স্থানাধিকারী জুনাইনা খাতুন পরীক্ষার্থীদের জন্য কিছু টিপস দিলেন।
পরীক্ষার সময় কি কি বিষয়ে নজর রাখতে হবে ?
টাইম ম্যানেজমেন্ট:
advertisement
মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। ৯০ নম্বরের উত্তর দিতে হয় সকলকে। সময় মাত্র তিন ঘণ্টা। তাই সঠিক টাইম ম্যানেজমেন্ট না করলে ৯০ নম্বরের উত্তর দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলির ক্ষেত্রে যেখানে টু দি পয়েন্ট উত্তর দিতে পারবে সেখানে বড় করে লেখার প্রয়োজন নেই। পয়েন্টার দিয়ে মূল বিষয়গুলিকে আন্ডারলাইন করে দিলে অনেক সময় বাঁচবে। বাংলা বা যেখানে মুখস্ত করে লেখার বিষয়গুলি রয়েছে সেখানে লিখে লিখে হাতের স্পিড বাড়াতে হবে।
advertisement
আরও পড়ুনঃ ‘মেরি জিন্দেগি, তেরি জিন্দেগি…’, মন্ত্রের বদলে বিয়ের আসরে পুরোহিতের মুখে হিন্দি-ইংরাজি ডায়লগ, নেটদুনিয়ায় ঝড়
এরর কারেকশন:
সারা বছর পরীক্ষার জন্য প্রস্তুতি চলে তাই পরীক্ষার আগে বারবার সেগুলিকে ঝালিয়ে নিতে হবে। দেখে নিতে হবে কোন কোন জায়গায় ভুলগুলি করেছিলে সেই ভুলগুলিকে বারবার শুধরে নিতে হবে। সারা বছর ধরে যেই খাতায় প্র্যাকটিস করা হয় সেই খাতাটা একবার খুলে দেখা সেখানে যেই ভুলগুলো রয়েছে সেগুলি বারবার ঝালিয়ে নেওয়া। যেন পরীক্ষার খাতায় সেই ভুলগুলো আবার না হয়।
advertisement
শারীরিক সুস্থতা:
পরীক্ষার সময় খুব স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা অতিরিক্ত টেনশন নিয়ে শরীর অসুস্থ করে ফেলে। তাই অবশ্যই শরীরের যত্ন নিতে হবে শরীর খারাপ হলে পরীক্ষাও খারাপ হবে। তাই অভিভাবকদের সহ ছাত্র-ছাত্রীদের নিজেদের শরীরের দিকে অবশ্যই নজর দিতে হবে। পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। ভাল ঘুমও প্রয়োজন।
সেলফ কনফিডেন্স:
advertisement
সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের মনে একটা ভয় কাজ করে। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিতে গিয়ে নার্ভাস হয়ে পড়ে ছাত্ররা। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে হবে। ভাবতে হবে সারা বছর এই পরীক্ষার জন্য পড়াশোনা করা হয়েছে। তাই পরীক্ষা ভাল হবে।
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2023 9:25 PM IST









