Madhyamik Exam 2023: মাধ্যমিকে বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে? নামকরা গৃহশিক্ষকের দারুণ সাজেশন

Last Updated:

Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার আমরা পৌঁছে গিয়েছিলাম বাংলার শিক্ষক সৌমিত্র বাবুর কাছে এবং তিনি শেষ মুহূর্তে ছাত্র-ছাত্রীদের কিছু সাজেশন দিলেন।

+
শেষ

শেষ মুহূর্তের মাধ্যমিক সাজেশন

গোঘাট,হুগলি: হুগলি জেলার গোঘাটের রঘুবাটি অঞ্চলের গৌরাঙ্গবাটির প্রত্যন্ত গ্রামের গৃহশিক্ষক সৌমিত্র রায়। দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি বাংলা কোচিং দিয়ে চলেছেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের। শিক্ষক সৌমিত্র বাবুর কাছ থেকে প্রতি বছরই ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ নম্বর পেয়ে থাকেন। শুধুমাত্র মাধ্যমিক নয়, গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি ও এসএসসি-র ছাত্রছাত্রীরাও কোচিং নেয় তাঁর কাছে।
মাধ্যমিক পরীক্ষার আমরা পৌঁছে গিয়েছিলাম বাংলার শিক্ষক সৌমিত্র বাবুর কাছে এবং তিনি শেষ মুহূর্তে ছাত্র-ছাত্রীদের কিছু সাজেশন দিলেন। তিনি এই বিষয়ে যা যা বললেন, এক নজরে তা হল।
তিনি প্রথমেই বলেন প্রথম দিন বাংলা পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় ছাত্রছাত্রীরা একটা টেনশন ভোগে, তাই ভয় করলে চলবে না। নিজের মতো করে পরীক্ষা দেবে। তিনি বলেন, শেষ সময়ে পড়াশোনাটা কীভাবে করবে? সময়ের সঙ্গে দৌড়তে হবে। যেগুলো আগে পড়েছ, সেগুলো আগে পড়বে। যে উত্তরগুলো তৈরি করেছিলে, সেগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে অধ্যায় গুলো খুলে আবার পড়বে।
advertisement
advertisement
আর আলাদা করে বলব, মাধ্যমিকে ব্যাকরণ থেকে দশটা করে যে মেন মেন টেস্ট পেপার অধ্যায় আছে, সেগুলো থেকে তোমরা ভাল করে পড়ে এগিয়ে যাও। রচনার মধ্যে বিজ্ঞান বিষয়ক রচনা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
তিনি একটা কথা বারবার বলেন ছাত্র-ছাত্রীদের জন্য, পরীক্ষা সেন্টারে কেউ টেনশন করবে না। যদি কোনো সমস্যা হয়, পরীক্ষা সেন্টারে শিক্ষকের কাছ থেকে জেনে নেবে। বাংলা পরীক্ষা অর্থাৎ প্রথম দিন, তাই একটু আগে পৌঁছানোর জন্য ছাত্রছাত্রীদেরকে আবেদন করেন তিনি। পরিশেষে বলেন, সকলের পরীক্ষা ভাল হোক, ভাল রেজাল্ট করুক সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2023: মাধ্যমিকে বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে? নামকরা গৃহশিক্ষকের দারুণ সাজেশন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement