হোম /খবর /শিক্ষা /
কাল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা, ছাঁকা নম্বর তোলার টিপস দিলেন অভিজ্ঞ শিক্ষক

Madhyamik 2023: কাল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা, কী ভাবে ছাঁকা নম্বর তুলবেন? জানুন শিক্ষকের টিপস

কাল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা, কী ভাবে ছাঁকা নম্বর তুলবেন? জানুন শিক্ষকের টিপস

কাল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা, কী ভাবে ছাঁকা নম্বর তুলবেন? জানুন শিক্ষকের টিপস

জীবনবিজ্ঞানে কিভাবে ভাল মার্কস তোলা যায় সেই নিয়ে পড়ুয়াদের চিন্তা থেকেই যায়৷ সমস্যার সমাধানেই কিছু গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন অভিজ্ঞ শিক্ষক

  • Share this:

কলকাতা: জীবনবিজ্ঞানে কিভাবে ভাল মার্কস তোলা যায় সেই নিয়ে পড়ুয়াদের চিন্তা থেকেই যায়৷ বিশেষত ৫ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কেমন ভাবে লিখলে উঠে আসবে পুরো নম্বর তা জানতে আগ্রহী সব পরীক্ষার্থীরাই৷ সঙ্গে আছে ডায়াগ্রাম অঙ্কন৷ তবে সহজ কিছু টিপস্ মানলেই ডায়াগ্রামে ডায়াগ্রাম অঙ্কনে পুরো নম্বর তোলা সম্ভব৷ সেই সমস্যার সমাধানেই কিছু গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন বাঁকুড়া জিলা স্কুলের জীবন বিজ্ঞান বিভাগের শিক্ষক গণেশ ভান্ডারী৷

পরীক্ষার হলে প্রবেশের আগে দেখে নিন তাঁর পরামর্শ৷

কীভাবে ডায়াগ্রাম আঁকতে হবে? শেখাচ্ছেন নামকরা শিক্ষক, দেখতে  ক্লিক করুন

প্রথমত সমগ্র পৃষ্ঠায় স্পষ্ট করে ডায়াগ্রাম আঁকতে হবে, যাতে ডায়াগ্রামের কোন অংশ ছোট বা বড় না হয়ে যায়।

ডায়াগ্রামটি প্র্যাক্টিস করে যেতে হবে। যত গুলি গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম আছে সে গুলি প্র্যাক্টিস করে যেতে হবে।

ডায়াগ্রাম সব সময় ডিপ শেডের পেন্সিলের সাহায্যে আঁকতে হবে।

লেবেলিং করার সময় একটা সাইডে করে করতে হবে যাতে পরীক্ষকের বুঝতে কোন অসুবিধা না হয়।

লেবেলিং হালকা শেডের পেন্সিল দিয়ে করতে হবে।

৫ নম্বরের প্রশ্নের উত্তর কেমন ভাবে লিখতে হবে? শেখাচ্ছেন নামকরা শিক্ষক, দেখতে ক্লিক করুন

৫ নম্বর প্রশ্নের উত্তর লিখতে গেলে সবথেকে আগে মাথায় রাখতে হবে উপস্থাপন। সুন্দর উপস্থাপনের মাধ্যমেই কিন্তু উত্তরপত্র সেজে ওঠে এবং সেই উত্তরপত্রের হাত ধরেই পরীক্ষক নম্বর দিতে ইচ্ছুক হন তাই ৫ নম্বরের বড় প্রশ্নের উত্তর লেখার সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে যা জানতে চেয়েছে তা যথার্থ ভাবে লিখতে হবে।

৫ নম্বরের বড় প্রশ্ন কখনও কখনও থাকে তিন এবং দুই নম্বরের প্রশ্নে বিভক্ত। সে ক্ষেত্রে ৩ নম্বরের প্রশ্নে তিনটি পয়েন্ট এবং ২ নম্বরের প্রশ্নের দুটি পয়েন্ট লিখতে হবে। আবার কখনও কখনও পাঁচ নম্বরের প্রশ্ন সংজ্ঞা মূলক আসে, সে ক্ষেত্রে যথার্থভাবে পাঁচটি পয়েন্ট সাজিয়ে উত্তর লিখতে হবে। বাঁকুড়া জেলার উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক গনেশ ভাণ্ডারী মহাশয় এমনটিই জানিয়েছেন।

Published by:Ankita Tripathi
First published:

Tags: Education, Madhyamik 2023