Madhyamik 2022|| হাতে আর মাত্র ৭২ ঘণ্টা, জীবন বিজ্ঞানের 'লাস্ট মিনিট সাজেশন' দিলেন কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীণা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Madhyamik 2022, Life Science Last Minute Suggestions: হাতে আর মাত্র ৭২ ঘণ্টা বাকি, এই সময়টা খুব বেশি করে লেখা প্র্যাকটিস করতে। যেটাই পড়ছ, লিখে ফেললে পরীক্ষার হলে গিয়ে সুবিধা হবে।

শিক্ষিকা রীনা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষিকা রীনা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: হাতে আর মাত্র ৭২ ঘণ্টা বাকি, এই সময়টা খুব বেশি করে লেখা প্র্যাকটিস করতে। যেটাই পড়ছ, লিখে ফেললে পরীক্ষার হলে গিয়ে সুবিধা হবে। করোনা অতিমারীর প্রকোপে গত ২ বছর স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। অনলাইনে ক্লাস চলছিল। স্কুলে ক্লাস হয়নি, পরীক্ষাও হয়েছে অনলাইনে। তাই লেখার অভ্যাস পড়ুয়াদের অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। ফলে এ বারে অফলাইনে পরীক্ষা একটা বড় চ্যালেঞ্জ। তাই চেষ্টা করতে হবে, যে বিষয়টাই পড়ছ, সেটা পড়ার পর লিখে ফেলতে।
এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ , চলবে ১৬ মার্চ পর্যন্ত। ২ বছর বাদে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা! স্বাভাবিকভাবেই একটু হলেও নার্ভাস! পরীক্ষার আগে পড়ুয়াদের উদ্দেশ্যে কিছু সাজেশন দিলেন কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তথা জীবন বিজ্ঞানের শিক্ষিকা রীণা বন্দ্যোপাধ্যায়... 
advertisement
প্রথম অধ্যায় 'জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়' থেকে ৩৭ নম্বরের প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায় 'জীবনের প্রবাহমানতা' থেকে আসবে ৩২ নম্বরের প্রশ্ন। তৃতীয় অধ্যায় 'বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ' থেকে আসবে ২১ নম্বরের প্রশ্ন। মোট ৯০ নম্বর। MCQ প্রশ্ন, SAQ, ২ নম্বরের প্রশ্ন আর ৫ নম্বরের প্রশ্ন থাকে। MCQ প্রশ্নে কোনও 'or' থাকে না, তাই খুব মন দিয়ে সঠিক উত্তর নির্বাচন করবে। শূন্যস্থান পূরণ, সত্যমিথ্যা, ডান স্তম্ভের সঙ্গে বাঁ স্তম্ভ মেলানো, বিসদৃশ্য শব্দ বেছে লেখা, এককথায় উত্তর, এই সমস্ত বিষয়ে SAQ ধরনের প্রশ্ন থাকে।
advertisement
advertisement
এ বারের মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে, দেখে নাও এক ঝলকে... 
১ নম্বরের প্রশ্ন
১। মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ লেখো।
২। ক্রিষ্টমাস রোগ কী?
৩। Bbrr জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
৪। ক্রসিং ওভার কোন কোষ বিভাজনে দেখা যায়?
advertisement
৫। সিসমন্যাস্টিক চলনের উদাহরণ দাও।
৬। মাইটোসিস ও মিয়োসিসের ফলাফলের অন্যতম প্রধান পার্থক্য কী?
৭। অক্ষিগোলকের কোন অংশটি আলোক সুবেদী?
২ নম্বরের সম্ভাব্য প্রশ্ন
১। 'ইতর পরাগযোগ উদ্ভিদ প্রজাতির অভিব্যক্তিতে সাহায্য করে'- বক্তব্যটি যুক্তিসহ ব্যাখ্যা করো।
২। 'চল্লিশ বছরের বেশি বয়সের বেশি ব্যক্তির কাছের বস্তুকে দেখতে এবং কোনও লেখা পড়তে অসুবিধা হয়।' এ রূপ সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে তা অনুমান করে লেখো।
advertisement
৩। 'সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল আলোক অনুকূলবর্তী'- উক্তিটির যথার্থতা বিচার করো।
৪। নিউরোগ্লিয়ার দুটি কাজ লেখো।
৫। একটি সচল অস্থিসন্ধির উদাহরণ দাও। আমাদের দেহে ইহার কাজ লেখো।
৬। সিলিয়ারি বডি ও সাসপেনসরি লিগামেন্টের কাজ লেখো।
৭। পায়ের নীচে কাঁটা বিঁধলে আমরা তৎক্ষণাৎ সেখান থেকে পা সরিয়ে নিই। এই প্রতিবর্ত ক্রিয়ার স্নায়বিক পথটি শব্দছকের মাধ্যমে দেখাও।
advertisement
৮। মানুষের অটোজম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো।
৯। সমসংকর ও বিষমসংকর জীবের অ্যালিলগত পার্থক্য কি?
১০। মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা কি?
১১। জনন কোষে মিয়োসিস না ঘটলে অপত্য কোষে কী সমস্যা দেখা যাবে?
১২। অনু বিস্তারের পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
৫ নম্বরের সম্ভাব্য প্রশ্ন
advertisement
১। একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র আঁকো।
২। মানব চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিছন্ন চিত্র অঙ্কন করো।
৩। একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটরগাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটরগাছের (yyrr) সংকরায়নের ফলাফল F2 জুন পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায়, তা বিবৃত করো।
৪। কোষচক্রের ইন্টারফেজ দশায় সংশ্লেষিত রাসায়নিক উপাদানগুলি কি কি? Go দশা কি? কোষচক্রের নিয়ন্ত্রন বিন্দু বলতে কী বোঝ? ইহার গুরুত্ব কি?
৫। হরমোনের 'ফিডব্যাক নিয়ন্ত্রন' বলতে কী বোঝ? ইনসুলিন ও প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো।
৬। প্রকরণ চলন বলতে কী বোঝ? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো।
৭। 'স্বল্প ঘনত্বের অক্সিনে উদ্ভিদের মূল অনুভুতিশীল'-বক্তব্যটি যুক্তিসহ ব্যাখ্যা করো। কৃত্রিম হরমোন বলতে কী বোঝ? কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ভূমিকা উল্লেখ করো।
৮। দ্বিনিষেক কাকে বলে? সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি বর্ণনা করো।
৯। মানবদেহে সুপ্রিমকমান্ডার গ্রন্থি কোনটি? ইহার অবস্থান ও কাজ উল্লেখ করো। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো।
১০। মিয়োসিস কোষ বিভাজনের ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। একটি ফার্নের জুনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022|| হাতে আর মাত্র ৭২ ঘণ্টা, জীবন বিজ্ঞানের 'লাস্ট মিনিট সাজেশন' দিলেন কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীণা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement