Kasba Teacher Protest: গেট ভেঙে ডিআই অফিসের ভিতরে চাকরিহারা শিক্ষকরা, বেদম লাঠিচার্জ পুলিশের! রণক্ষেত্র কসবা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
গত সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে চাকরিহারা শিক্ষকদের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও নিশ্চিন্ত হতে পারছেন না চাকরিহারারা৷
কলকাতা: চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবার ডিআই অফিসে তুমুল উত্তেজনা৷ পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তার পর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা৷ ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা৷ বিক্ষোভাকীরদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে৷ ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থও হয়ে পড়েন৷ পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷ পুলিশের কড়া পদক্ষেপের পরই ডিআই অফিস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকরা৷
গত সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে চাকরিহারা শিক্ষকদের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও নিশ্চিন্ত হতে পারছেন না চাকরিহারারা৷ এ দিন জেলায় জেলায় ডিআই অফিস অফিস অভিযানের ডাক দেওয়া হয়৷ কলকাতা, মেদিনীপুর, মালদহ সহ বেশ কয়েক জায়গায় ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে, রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা জমা না দেওয়ার কারণেই ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত৷ একসঙ্গে চাকরি গিয়েছে ২৫ হাজারের বেশি স্কুল শিক্ষকের৷
গত সোমবার নেতাজি ইন্ডোরের সভাতেও মুখ্যমন্ত্রীর সামনেই রাজ্য সরকার যাতে যোগ্য-অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয়, সেই দাবি তুলেছিলেন চাকরিহারা শিক্ষকরা৷ মুখ্যমন্ত্রী পাল্টা জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়ে আবেদন করবে৷ রাজ্য সরকার নির্দেশ পুনর্বিবেচনা করা জন্যও সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ যোগ্য শিক্ষকদের .চাকরি রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আপাতত শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 12:40 PM IST