Mamata Banerjee Teacher Meeting: যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করুক রাজ্য, মমতার সামনেই দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা

Last Updated:

পূর্ব ঘোষণা মতোই এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

News18
News18
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শীর্ষ আদালতে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দিয়ে নতুন করে আবেদনের দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা৷ একই সঙ্গে তাঁরা জানিয়ে দিলেন, নতুন করে কোনও পরীক্ষা দিতে তাঁরা রাজি নন৷ রাজ্য সরকার যতদিন না নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করছে, ততদিন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার চিঠি ধরান যাবে না বলেও দাবি করেছেন চাকরিহারা শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিরা৷
পূর্ব ঘোষণা মতোই এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার আগে বঞ্চিত শিক্ষকদের সংগঠনের দুই প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন৷ তখনই এই দাবি তোলা হয়৷
চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি বলেন, ‘সাত বছর আগে আমরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি৷ আমরা আর কোনও পরীক্ষা দেব না৷ আমরা তো সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন করবই। সরকারকেও বলব, সেই আবেদন করতে। তবে সরকারকে আমরা বলব, যোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা হোক৷ প্রয়োজনে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলা হোক৷ যতদিন না পর্যন্ত এই আবেদন করা হচ্ছে এবং আদালত নতুন নির্দেশ দিচ্ছে, আমাদের বরখাস্ত করা যাবে না৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Teacher Meeting: যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করুক রাজ্য, মমতার সামনেই দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement