Mamata Banerjee Teacher Meeting: যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করুক রাজ্য, মমতার সামনেই দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পূর্ব ঘোষণা মতোই এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শীর্ষ আদালতে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দিয়ে নতুন করে আবেদনের দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা৷ একই সঙ্গে তাঁরা জানিয়ে দিলেন, নতুন করে কোনও পরীক্ষা দিতে তাঁরা রাজি নন৷ রাজ্য সরকার যতদিন না নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করছে, ততদিন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার চিঠি ধরান যাবে না বলেও দাবি করেছেন চাকরিহারা শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিরা৷
পূর্ব ঘোষণা মতোই এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার আগে বঞ্চিত শিক্ষকদের সংগঠনের দুই প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন৷ তখনই এই দাবি তোলা হয়৷
চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি বলেন, ‘সাত বছর আগে আমরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি৷ আমরা আর কোনও পরীক্ষা দেব না৷ আমরা তো সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন করবই। সরকারকেও বলব, সেই আবেদন করতে। তবে সরকারকে আমরা বলব, যোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা হোক৷ প্রয়োজনে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলা হোক৷ যতদিন না পর্যন্ত এই আবেদন করা হচ্ছে এবং আদালত নতুন নির্দেশ দিচ্ছে, আমাদের বরখাস্ত করা যাবে না৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 12:23 PM IST