West Bengal Recruitment 2021|| রাজ্যের ৭৩৮ গ্রামীণ লাইব্রেরিতে শীঘ্রই নিয়োগ, বিস্তারিত জানালেন মন্ত্রী নিজেই...

Last Updated:

West Bengal Librarian Recruitment 2021: ৭৩৮ গ্রামীণ গ্রন্থাগারের জন্য গ্রন্থগারিক নিয়োগ (Librarian Recruitment 2021) করতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)।

#কলকাতা: ৭৩৮ গ্রামীণ গ্রন্থাগারের জন্য গ্রন্থগারিক নিয়োগ (Librarian Recruitment 2021) করতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। অগাস্ট মাসের শেষের দিকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে। একই সঙ্গে অর্ধেক পাঠক নিয়ে সপ্তাহে দু-দিন করে খুলতে চলেছে রাজ্যের সব লাইব্রেরী।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগ করার কথা বলেছিলেন। সেই মতো অর্থ দফতর অনুমতিও দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে নিয়োগ করতে চলেছে রাজ্যের মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস দফতর। দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, 'আমাদের দফতরে চার হাজারের কাছাকাছি শূন্যপদ রয়েছে। তার মধ্যে অর্থ দফতর থেকে ৭৩৮টি গ্রামীণ গ্রন্থাগারের জন্য নিয়োগের অনুমোদন পাওয়া গিয়েছে।'
advertisement
মন্ত্রী জানান, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে সমস্ত জেলায় লোকাল লাইব্রেরী অথরিটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের পাশাপাশি লাইব্রেরী বিশেষজ্ঞদেরও রাখা হবে। দফতরের বাকি শূন্যপদ গুলির জন্য কত দিনে নিয়োগ করা হবে সে বিষয়ে মন্ত্রী জানান, 'অর্থ দফতরের অনুমোদন পেলে আমরা সেই কাজও শুরু করে দেব।'
advertisement
advertisement
পাশাপাশি, দফতরের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে করোনার জন্য বন্ধ থাকা রাজ্যের লাইব্রেরি এ বারে পাঠকদের জন্য সপ্তাহে দু-দিন করে খুলে দেওয়া হবে। ২৩ মার্চ, ২০২০ থেকে করোনার জন্য রাজ্যের সমস্ত লাইব্রেরি বন্ধ রয়েছে। মন্ত্রী বলেন, 'দু-সপ্তাহের মধ্যেই সব লাইব্রেরি পাঠকদের জন্য শুধুমাত্র সোমবার এবং বুধবার খোলা থাকবে। আসন সংখ্যার অর্ধেক পাঠককে লাইব্রেরিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।'
advertisement
একই সঙ্গে রাজ্যের পাঁচটি লাইব্রেরিকে পরীক্ষামূলক ভাবে ই-গ্রন্থালয়ে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে। কলকাতা মেট্রোপলিটন লাইব্রেরি, আজাদ হিন্দ পাঠাগার, বারাসাতে উত্তর ২৪ পরগনা জেলা সরকারি লাইব্রেরি, টাকী সহকারী জেলা গ্রন্থাগার এবং বালি পাবলিক লাইব্রেরি ঘিরে এই পরিকল্পনা করা হয়েছে।
SOUJAN MONDAL
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal Recruitment 2021|| রাজ্যের ৭৩৮ গ্রামীণ লাইব্রেরিতে শীঘ্রই নিয়োগ, বিস্তারিত জানালেন মন্ত্রী নিজেই...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement