Job Vacancy: স্টেট ব্যাঙ্কে অনেক চাকরির ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

Last Updated:

Job Vacancy: SBI SCO Recruitment 2022: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ।

Job Vacancy: sbi sco recruitment 2022
Job Vacancy: sbi sco recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
SBI SCO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে (Job Vacancy) প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
SBI SCO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৪৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
SBI SCO Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট)- ১৫টি পদ
advertisement
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাউটিং এবং সুইচিং)- ৩৩টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাউটিং এবং সুইচিং)
শূন্যপদের সংখ্যা৪৮
কাজের স্থানভারত
কাজের ধরণকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে
আবেদন প্রক্রিয়া শুরু০৫.০২.২০২২
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
advertisement
SBI SCO Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ দিন: ২৫.০২.২০২২
অনলাইন পরীক্ষার তারিখ- ২০.০৩.২০২২
কললেটার রিলিজের তারিখ- ০৫.০৩.২০২২
SBI SCO Recruitment 2022: বয়সসীমা
৩১.০৮.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সের উর্দ্ধসীমা ৪০ বছর।
SBI SCO Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
advertisement
SBI SCO Recruitment 2022: আবেদন ফি
জেনারেল/ ওবিসি/ র্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গের প্রার্থীদের জন্য ৭৫০ টাকা আবেদন ফি এবং এসসি/এসটি ও শারীরিক প্রতিবন্দীদের আবেদন ফি মকুব করা হয়েছে।
ইচ্ছুক প্রার্থীরা এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির https://sbi.co.in/documents/77530/11154687/04022022_SCO_26_Asst.Mgr1.%28NetwSecuSpl.%29+2.%28RoutSwit%29.pdf/a3c9bf01-ab35-d47e-684b-8c04b6b13d4a?t=1643982749841 মাধ্যমে বিস্তারিত জানতে পারেন।
সরাসরি আবেদন করতে চাইলে প্রার্থীদের এই লিঙ্কে https://ibpsonline.ibps.in/sbiscorjan22/ ক্লিক করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: স্টেট ব্যাঙ্কে অনেক চাকরির ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement