Viral Video: পুষ্পার গান ও আন্তাভা-র তালে নতুন বউয়ের উদ্দাম নাচ, বরমালা দিতে নিয়ে যেতে হল বরকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: নেটিজেনরা এখন দুটি করে ভিডিও মিলিয়ে দেখছেন কোনটায় পারফরম্যান্স বেশি দমদার৷
#কলকাতা: আল্লু অর্জুনের (Allu Arjun ) তেলেগু এবং হিন্দি পুষ্পা- দ্য রাইজ (Pushpa: The Rise) ছবি সমালোচক থেকে ফ্যান সকলের মন জিতে নিয়েছেন৷ এই ছবির প্রতিটা গানই সুপারহিট হয়েছে৷ ছবি ও গান দুটো এখন আসমুদ্র হিমাচলকে হিল্লোল করে তুলছে৷ রিল ও ভিডিও দুটোই এখন এই পুষ্পার গানে তৈরি হচ্ছে৷ আল্লু অর্জুনের (Allu Arjun) ডায়লগে একাধিক মানুষ লিপ সিঙ্ক করছেন৷ সম্প্রতি একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বর-বউ বারমাল্য দানের আগে ও আন্তাভা-র তালে নাচানাচি করছেন৷
তাঁদের ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যাচ্ছে বর ও বউ কাঁপিয়ে দিচ্ছেন৷ রৌনক শিন্দে এবং প্রাচী মোরকে৷ নাচের তালে কোথাও বউ সুলভ সলজ্জ হাসি ও কোথায় আধোনত মুখ৷ পুষ্পায় আল্লু অর্জুনের কামাল নাচকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন৷ তাঁরা মারাঠি বিয়ের একদম নির্ধারিত পোশাক পরেই নাচছিলেন৷ তাঁদের নাচ এতটা দেখে এতটাই জান রয়েছে তাঁদের বিয়েতে আসা ব্যক্তিরা সকলেই নাচ করছেন৷ নেটিজেনরা যেন ভিডিও থেকে চেটেপুটে স্বাদ নিচ্ছেন সেই আনন্দের৷ দেখে নিন ভাইরাল ভিডিও (viral video) ৷
advertisement
advertisement
advertisement
কেমিস্ট্রি স্টুডিও নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট হচ্ছে৷ এই ভিডিওটি লক্ষ লক্ষ হয়ে গেছে৷ এই ভিডিও ২৩ লক্ষেরও বেশি ভিউ (Viral Video) নিয়ে বিয়েবাড়ি অন্য মাত্রায় পৌঁছে গেছে৷ দেশি দম্পতির পারফরম্যান্স হারাচ্ছে অনেককেই৷
advertisement
ও আন্তাভে (Oo Antava) এই গানটি পুষ্পা দ্য রাইজিং (Pushpa: The Rise) আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনয় করেছেন৷ গানটিতে অভিনয় করেছেন সামান্তা প্রভু এবং ইন্দ্রাবতী চৌহান গান করেছেন৷
advertisement
নেটিজেনরা এখন দুটি করে ভিডিও মিলিয়ে দেখছেন কোনটায় পারফরম্যান্স বেশি দমদার৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 6:01 PM IST