#মুম্বই: বলিউড (Bollywood) অভিনেত্রী মালাইকা অরোরাকে (Malaika Arora) নিয়ে গসিপের শেষ নেই৷ এমনিতেই বলিউড গসিপের (Bollywood Gossip) খাজানা৷ সেখানে মালাইকা অরোরা তাঁর দীর্ঘদিনের দাম্পত্য ছেড়ে বেরিয়ে এখন একা৷ আর তিনি হাঁটুর বয়সী প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করেন৷ অর্জুন কাপুরের সঙ্গে বিয়ে না করলেও সর্বত্র একসঙ্গে দেখা যায় মালাইকা অরোরাকে৷ কিন্তু প্রায় অন্ধকার রাতে হঠাৎ প্রাক্তন বরের সঙ্গে দেখা মালাইকা অরোরার৷ আবার কি নতুন বলিউড গসিপের খবর দেবেন মালাইকা অরোরা (Malaika Arora) ৷ (Photo Courtesy- Viral Bhayani)