South Western Railway Recruitment: রেলের চাকরিতে ৯০৪ পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.rrchubli.in গিয়ে খোঁজ নিতে পারেন। (South Western Railway Recruitment)
#নয়াদিল্লি: সম্প্রতি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের (South Western Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কাজ শুরু হয়েছে (South Western Railway Recruitment)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (South Western Railway Recruitment)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.rrchubli.in গিয়ে খোঁজ নিতে পারেন। (South Western Railway Recruitment)
South Western Railway Recruitment: আবেদনের তারিখ | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। |
South Western Railway Recruitment: শূন্যপদের সংখ্যা | প্রতিষ্ঠানের তরফে মোট ৯০৪টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে । |
South Western Railway Recruitment: শূন্যপদের বিস্তারিত বিবরণ | হুবালি ডিভিশন: ২৩৭টি পদ ক্যারিয়েজ রিপেয়ার ওয়ার্কশপ, হুবালি: ২১৭টি পদ বেঙ্গালুরু ডিভিশন: ২৩০টি পদ মাইসুরু ডিভিশন: ১৭৭টি পদ সেন্ট্রাল ওয়ার্কশপ, মাইসুরু: ৪৩টি পদ |
South Western Railway Recruitment: বয়সসীমা | ০৩.১১.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে পদের নাম: অ্যাপ্রেন্টিস শূন্যপদের সংখ্যা: ৯০৪ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: ০৪.১০.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ০৩.১১.২০২১ |
South Western Railway Recruitment: আবেদন ফি | আবেদন ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না। |
South Western Railway Recruitment: কী ভাবে আবেদন করতে হবে? | স্টেপ-১ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে www.rrchubli.in গিয়ে নোটিফিকেশনের লিঙ্কে ক্লিক করতে হবে। স্টেপ-২ এর পর নিউ রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। স্টেপ-৩ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হলে ফর্ম পূরণের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। স্টেপ-৩ এর পর প্রার্থীদের আবেদনপত্রটি ভালো ভাবে দেখে নিয়ে ফি সহ আবেদনপত্র জমা করাতে হবে। স্টেপ-৪ প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন। |
advertisement
advertisement
Location :
First Published :
October 06, 2021 2:06 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
South Western Railway Recruitment: রেলের চাকরিতে ৯০৪ পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?