SPSC Recruitment 2021: সিকিম পাবলিক সার্ভিস কমিশন গ্র্যাজুয়েটদের এই পদে নিয়োগ করছে, জানুন খুঁটিনাটি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
জানা যাচ্ছে, ফিশারিজ ব্লক অফিসার পদে ১১টি শূন্যপদ রয়েছে। ১৩টি শূন্যপদ রয়েছে ফিশারিজ গার্ড পদে।
#গ্যাংটক: সিকিম পাবলিক সার্ভিস কমিশন (Sikkim Public Service Commission, SPSC), সংক্ষেপে SPSC নিয়োগ শুরু করছে ফিশারিজ ব্লক অফিসার ও ফিশারিজ গ্রেড পদে। আবেদন করা যাবে সিকিম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তার জন্য ক্লিক করা যেতে পারে এই লিঙ্কে- www.spscskm.gov.in
সিকিম পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগে শূন্যপদের বিবরণ
জানা যাচ্ছে, ফিশারিজ ব্লক অফিসার পদে ১১টি শূন্যপদ রয়েছে। ১৩টি শূন্যপদ রয়েছে ফিশারিজ গার্ড পদে।
advertisement
সিকিম পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
advertisement
সিকিম পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগে আবেদনের যোগ্যতা
ফিশারিজ ব্লক অফিসার পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ফিশারিজ নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে আর ফিশারিজ গার্ডস পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জুলজিতে BSc করা হতে হবে।
এসব ছাড়াও প্রার্থীদের আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।
সিকিম পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগে আবেদনের বয়সসীমা
advertisement
আবেদনের জন্য জুলাই ৩১, ২০২১ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২১, এক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০।
সিকিম পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগে আবেদনের প্রক্রিয়া
১. আবেদনের জন্য প্রথমেই সিকিম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এবার হোম পেজে রিক্রুটমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট ট্যাব আসবে। সেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে।
advertisement
৩. এবার প্রার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। দিতে হবে সক্রিয় ইমেল আইডি ও ফোন নম্বর।
৪. রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদনপত্র পূরণ করা যাবে।
৫. এর পর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে এবং শেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দিতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য।
advertisement
সিকিম পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগে বাছাই প্রক্রিয়া
বাছাইয়ের ক্ষেত্রে প্রত্যেককে প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। তার পর ফিজিক্যাল টেস্ট দিতে হবে।
কবে এই পরীক্ষা হবে তার তথ্য অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে। তাই প্রার্থীদের আবেদনের পর ওয়েবসাইটটি বার বার চেক করার কথা বলা হচ্ছে।
advertisement
বাছাইয়ের পর ফিশারিজ গার্ড পদের জন্য সকলকে পে ম্যাট্রিক্সের (Pay Matrix) লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিশারিজ ব্লক অফিসারদের পে ম্যাট্রিক্সের লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হবে।
Location :
First Published :
September 07, 2021 7:42 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SPSC Recruitment 2021: সিকিম পাবলিক সার্ভিস কমিশন গ্র্যাজুয়েটদের এই পদে নিয়োগ করছে, জানুন খুঁটিনাটি