হোম /খবর /চাকরি ও শিক্ষা /
পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের আবেদন শুরু শীঘ্রই, খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে...

Recruitment 2021|| পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের আবেদন শুরু শীঘ্রই, খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে...

Recruitment 2021: ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.cg.gov.in-এর মাধ্যমে।

  • Share this:

#রায়পুর: ৫৯৫টি শূন্যপদে রাজ্যে উচ্চশিক্ষা বিভাগে প্রফেসর নিয়োগ করতে চলেছে ছত্তিসগঢ় পাবলিক সার্ভিস কমিশন (CGPSC)। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই।

ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.cg.gov.in-এর মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর, ২০২১ থেকে। আবেদন করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। ১২ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। যদি আবেদনপত্রে কোনও ভুল হয়ে যায়, কোনও কিছু পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে সময় পাওয়া যাবে বাড়তি। ১৮ অক্টোবর, ২০২১ -এর মধ্যে আবেদন পত্রের ত্রুটি শুধরে নেওয়া যাবে।

আবেদনের যোগ্যতা:

প্রফেসর পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হল PhD। সঙ্গে রিসার্চ ফিল্ডে কাজ করার রেকর্ড।

আরও পড়ুন: সেনা নিয়োগে আবেদনের সময়সীমা বাড়াচ্ছে ইন্ডিয়ান আর্মি! রইল বিস্তারিত...

এছাড়াও আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনের জন্য (জানুয়ারি ১, ২০২১ অনুযায়ী) প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ৩১।

বয়সের ক্ষেত্রে এখানে একাধিক ছাড়া মিলবে। পুরুষ প্রার্থীরা (কোনও সংরক্ষিত ক্যাটাগরি ছাড়া) ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।

আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে স্কুলের প্রিন্সিপাল পদে শীঘ্রই নিয়োগ, আবেদনের সব তথ্য এক ক্লিকে...

SC, ST, OBC ও প্রতিবন্ধী পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জেনেরাল ক্যাটাগরির প্রার্থীরা ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারে এই পদগুলিতে। যারা সংরক্ষিত ক্যাটেগরিতে রয়েছে তারা ৬০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও মহিলা যদি বিধবা হন, তা হলে তিনি জেনেরাল ক্যাটাগরির হলেও ৬০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের বাছাই প্রক্রিয়া:

আবেদনপত্রের সংখ্যা ও প্রার্থীদের যোগ্যতা দেখে কমিশন ইন্টারভিউয়ের জন্য একটি প্রার্থী তালিকা তৈরি করবে। তার পর স্ক্রিনিংয়ের জন্য একটি পরীক্ষা নেওয়া হবে, যা কমিশনই ঠিক করবে। পরীক্ষায় কী কী আসতে পারে, কী থাকতে পারে, সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনের ফি: 

আবেদনের জন্য অসংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের বা ছত্তিসগঢ়ের বাইরের প্রার্থীদের ৪০০ টাকা করে দিতে হবে। SC, ST, OBC ক্যাটাগরির প্রার্থী, যাঁরা ছত্তিসগঢ়ের মানুষ তাঁদের আবেদনের জন্য দিতে হবে ৩০০ টাকা করে। কেউ যদি আবেদনপত্রে ভুল করে এবং পরে তা ঠিক করতে যায়, তাকে ১০০ টাকা করে দিতে হবে।ে

Published by:Shubhagata Dey
First published:

Tags: Recruitment 2021