Recruitment 2021|| পাবলিক সার্ভিস কমিশনে স্কুলের প্রিন্সিপাল পদে শীঘ্রই নিয়োগ, আবেদনের সব তথ্য এক ক্লিকে...

Last Updated:

Public Service Commission, Recruitment 2021: স্কুল এডুকেশন বিভাগে ১১৯টি পদে নিয়োগ করতে চলেছে পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশন।

#চণ্ডিগড়: স্কুল এডুকেশন বিভাগে ১১৯টি পদে নিয়োগ করতে চলেছে পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশন। প্রকাশিত নোটিফিকেশন থেকে জানা গিয়েছে, ১১৯টি প্রিন্সিপাল-এর পদে শূন্যপদ রয়েছে। আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
শূন্যপদের বিবরণ:
মোট ১১৯টি পদে নিয়োগ হবে। প্রত্যেকটিই স্কুলের প্রিন্সিপাল পদ।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ppsc.gov.in-এ গিয়ে নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।
advertisement
আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর হলেও আবেদন পত্রের ফি দেওয়ার শেষ তারিখ ২৭ অক্টোবর, ২০২১।
advertisement
বয়সসীমা:
এই ১১৯টি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ ও সর্বোচ্চ ৩৭ হতে হবে।
আবেদনের ফি:
পঞ্জাবের SC, ST বা পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি ৭৫০ টাকা। এক্স সার্ভিসম্যান, EWS, বিশেষ ভাবে সক্ষম বা লিনিয়াল অফ ডিসেনডেন্টস অফ এক্স সার্ভিসম্যান (LDESM)-এর জন্য আবেদন পত্রের ফি ৫০০ টাকা। বাকি জেনেরাল ক্যাটাগরির প্রার্থী, স্পোর্টস পার্সন বা দেশের শহিদ পরিবারের প্রার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে ১৫০০।
advertisement
আবেদন প্রক্রিয়া:
১. আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ppsc.gov.in-এ যেতে হবে।
২. হোম পেজ খুলবে একটি, সেখানে অ্যাডভারটাইজমেন্ট ট্যাব খুলতে হবে।
৩. আবেদনপত্রটি পাওয়া যাবে, সেটি পূরণ করতে হবে।
৪. এবার ছবি ও সই আপলোডের জায়গা আসবে, সেখানে নিজের ছবি ও সই (সঠিক ফরম্যাটে তৈরি করে রাখা, সঠিক সাইজে কেটে রাখা) আপলোড করতে হবে।
advertisement
এর পর সিস্টেম ব্যাঙ্ক চালান ডাউনলোড করে আবেদন পত্র বাবদ ফি জমা দিতে হবে। প্রয়োজনে ভবিষ্যতের জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে।
আবেদনের আগে অবশ্যই গুরুত্বপূর্ণ নথির তথ্য হাতের সামনে রাখতে হবে যাতে আবেদনের সময়ে কোনও সমস্যা না হয়। এছাড়াও আগে থেকে সই ও ছবি নোটিফিকেশন দেখে নির্দিষ্ট ফরম্যাট ও সাইজে কেটে রাখতে হবে যাতে আপলোডের সময় কোনও সমস্যা না হয়। আবেদনের পূর্বে শূন্যপদে আবেদনের যোগ্যতা দেখে নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| পাবলিক সার্ভিস কমিশনে স্কুলের প্রিন্সিপাল পদে শীঘ্রই নিয়োগ, আবেদনের সব তথ্য এক ক্লিকে...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement