#চিতোরগড়: সম্প্রতি চিতোরগড় সৈনিক স্কুলের (Sainik School) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টিজিটি (TGT), জেনারেল এমপ্লয়ি, পিইএম/ পিটিআই-কাম-মেট্রন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা চিতোরগড় সৈনিক স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে sschittorgarh.com গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারে বড় চাকরির সুযোগ, আবেদন করুন আজই!
আরও পড়ুন: করোনা কালেও ভাল কাজের স্বীকৃতি! স্কচ পুরস্কার পেল রাজ্যের শিক্ষা, পর্যটন দফতর
Sainik School Recruitment 2021: আবেদনের তারিখ | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। |
Sainik School Recruitment 2021: শূন্যপদের সংখ্যা | প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। |
Sainik School Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ | টিজিটি: ২টি পদ জেনারেল এমপ্লয়ি: ১৭টি পদ পিইএম/ পিটিআই-কাম-মেট্রন: ১টি পদ |
Sainik School Recruitment 2021: আবেদনের যোগ্যতা | উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় জানতে এই লিঙ্কটি https://www.sschittorgarh.com/uploads/vacancies/131400%20-%20NOV%20-%201.pdf ব্যবহার করতে পারেন। |
Sainik School Recruitment 2021: নির্বাচন পদ্ধতি | প্রার্থীদের মধ্য থেকে একটি বাছাই তালিকা প্রকাশ করার পর তাদের সিলেকশন টেস্টের জন্য ডাকা হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা স্কুলের ওয়েবসাইটে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: ন সৈনিক স্কুলের (Sainik School) পদের নাম: টিজিটি, জেনারেল এমপ্লয়ি, পিইএম/ পিটিআই-কাম-মেট্রন শূন্যপদের সংখ্যা: ২০ কাজের স্থান: চিতোরগড় কাজের ধরন: স্থায়ী নির্বাচন পদ্ধতি: সিলেকশন টেস্ট আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: নিউজ পেপারে বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে |
Sainik School Recruitment 2021: আবেদন ফি | প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। কেবলমাত্র অনলাইনেই আবেদন ফি জমা নেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে বিশেষ ভাবে জানানো হয়েছে, অনলাইন ছাড়া আর কোনও ভাবে আবেদন ফি জমা নেওয়া হবে না। |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Job, Job News, Sainik School Recruitment 2021