SKOCH Awards For West Bengal Government: করোনা কালেও ভাল কাজের স্বীকৃতি! স্কচ পুরস্কার পেল রাজ্যের শিক্ষা, পর্যটন দফতর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল রাজ্যের স্কুল, কলেজ৷ এই সময়ে পড়ুয়াদের যাতে পড়াশোনায় সমস্যা না হয়, তার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে (SKOCH Awards )৷
#কলকাতা: রাজ্যে স্কুল খোলার আগেই সুখবর৷ করোনা অতিমারির মধ্যেও পড়ুয়াদের পঠনপাঠন এবং শিক্ষার বিস্তারের জন্য স্কচ পুরস্কার পেল রাজ্যের স্কুল এবং উচ্চ শিক্ষা দফতর (SKOCH Awards)৷ স্কচ গোল্ড সম্মান পেয়েছে রাজ্যের স্কুল এবং উচ্চ শিক্ষা দফতর৷ এর আগে রাজ্যের অর্থ দফতরও একই পুরস্কার পেয়েছিল৷ এই সম্মানে স্বভাবতই খুশি রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু৷ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
করোনার কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল রাজ্যের স্কুল, কলেজ৷ এই সময়ে পড়ুয়াদের যাতে পড়াশোনায় সমস্যা না হয়, তার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ একদিকে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া বন্ধ হয়নি, সেরকমই উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ ঊচ্চ শিক্ষার ক্ষেত্রে নেওয়া হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্যোগ৷ প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের জন্য স্কচ পুরস্কার দেওয়া হয়৷
advertisement
advertisement
করোনা অতিমারিতে দীর্ঘদিন বাদে স্কুলে ফিরে যাতে ছাত্রছাত্রীরা মানিয়ে নিতে পারে, তার জন্যও রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে৷
Happy to share that the Tourism Department of GoWB has received the esteemed SKOCH GOLD award for transformational performance during #COVID19! Congratulations to all officials and members for your hard work and dedication. Let us keep aiming higher! pic.twitter.com/KfRhURVoAI
— Mamata Banerjee (@MamataOfficial) November 13, 2021
advertisement
শুধু মাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, পর্যটন ক্ষেত্রে স্কচ স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের পর্যটন দফতরের এই সম্মান প্রাপ্তির কথা নিজে ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবারই পুরস্কারের তালিকা ঘোষণা করেছে স্কচ কর্তৃপক্ষ৷ তাতেই জোড়া খুশির খবর এসেছে রাজ্য সরকারের জন্য৷
পুরস্কার প্রাপ্তির খবর জানিয়ে মুখ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি রাজ্য পর্যটন দফতর করোনা অতিমারির মধ্যেও অসামান্য কাজের জন্য সম্মানজনক স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে৷ কঠিন পরিশ্রম এবং দায়বদ্ধতার জন্য সব আধিকারিক এবং সদস্যদের অভিনন্দন৷ আরও বড় লক্ষ্যে এগিয়ে চলি আমরা৷'
Location :
First Published :
November 14, 2021 1:19 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SKOCH Awards For West Bengal Government: করোনা কালেও ভাল কাজের স্বীকৃতি! স্কচ পুরস্কার পেল রাজ্যের শিক্ষা, পর্যটন দফতর