Job Opportunity at AIIMS: দেশের বিভিন্ন এইমসে চাকরির সুবর্ণ সুযোগ, ৯০ মিনিটের পরীক্ষায় পাশ করলেই নিয়োগ! বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Job Opportunity at AIIMS: দেশের বিভিন্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এ চাকরির সুযোগ। নিয়োগ হবে হাজারের বেশি শূন্যপদে। বিশদে জেনে আজই আবেদন করুন।
কলকাতা: দেশের বিভিন্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এ চাকরির সুযোগ। নিয়োগ হবে হাজারের বেশি শূন্যপদে। হাসপাতালগুলিতে শিক্ষাকর্মী পদে নিয়োগ করা হবে। এ জন্য আয়োজন করা হবে নিয়োগ পরীক্ষারও। অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এইমস-এর তরফে যে নিয়োগ পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে, সেটি এইমস কমন রিক্রুটমেন্ট এগ্জামিনেশন (সিআরই) নামে পরিচিত। চলতি বছরে এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে গ্রুপ বি এবং সি-এর নানা পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১,৩০০।
সংশ্লিষ্ট পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর এমস-এর প্রশাসনিক, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং অন্য বিভাগগুলিতে কর্মীদের কাজের সুযোগ মিলবে। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, ওয়ার্ডেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিস্পেন্সিং অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান-এর মতো নানা পদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে চান? আবেদন শুরু হচ্ছে ২৪ নভেম্বর থেকে, বিশদে জানুন
এইমস সিআরই পরীক্ষাটি কম্পিউটার নির্ভর একটি পরীক্ষা বা সিবিটি। যা আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে দেশের নানা শহরে আয়োজন করা হবে। পরীক্ষা হবে ৯০ মিনিটের। ১০০টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ)-এ থাকবে মোট ৪০০ নম্বর। পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই পরবর্তী ধাপের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে নম্বরের ছাড় থাকবে সংরক্ষিতদের জন্য। সিবিটি-র পর স্কিল টেস্ট এবং নথি যাচাইয়ের মাধ্যমে সমস্ত পদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ২৭ নভেম্বর থেকে টানা চারদিন বন্ধ বর্ধমান-তিনপাহাড় ট্রেন চলাচল, রুট বদল চার জরুরি ট্রেনের! যাত্রীরা জেনে রাখুন
view commentsএ জন্য আবেদনকারীদের aiimsexams.ac.in-এর ওয়েবসাইটে গিয়ে নানা সমস্ত নথি-সহ পরীক্ষায় আবেদন করতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ অসংরক্ষিতদের জন্য ৩০০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ২৪০০ টাকা। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। আবেদনকারীদের জন্য যোগ্যতার শর্তাবলি এবং বেতনক্রম জানতে আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 5:44 PM IST

