JU PhD Admission 2025: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে চান? আবেদন শুরু হচ্ছে ২৪ নভেম্বর থেকে, বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
JU PhD Admission 2025: বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্যাকাল্টি অফ আর্টসের বিভিন্ন বিষয়ে উচ্চ স্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদন করতে পারবেন পিএইচডি করার জন্য।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে চান? স্নাতকোত্তরের পর উচ্চ স্তরে পড়ার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্যাকাল্টি অফ আর্টসের বিভিন্ন বিষয়ে উচ্চ স্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদন করতে পারবেন পিএইচডি করার জন্য।
আরও পড়ুন: তিন বছর পর শুরু প্রাথমিকের শিক্ষক নিয়োগ! কোন জেলায় কত শূন্যপদ? কবে শুরু আবেদন বিশদে জানুন
ফ্যাকাল্টি অফ আর্টসের কী কী বিষয় রয়েছে তা জানতে যাদবপুর বিশ্ব বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি। আবেদন করার জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে ৩ মার্চ পর্যন্ত ২৪টি ট্রেন বাতিল, ‘ক্যানসেল’ হল কোন কোন ট্রেন, তালিকা দেখে নিন
view commentsসেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৪ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর আবেদনমূল্য জমা দেওয়া যাবে। ১৭ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 1:30 PM IST

