Oil India Limited Recruitment 2021: প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি অয়েল ইন্ডিয়ার! কী ভাবে করবেন আবেদন? জানুন খুঁটিনাটি...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Oil India Limited Recruitment 2021 প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
#গুয়াহাটি: সম্প্রতি অয়েল ইন্ডিয়া লিমিটেডের (Oil India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Oil India Limited Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আবেদনের লিঙ্ক- https://register.cbtexams.in/OIL/HRAQ25/
Oil India Limited Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৪৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত অসমের ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেও জেলা এবং অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ১৪৬
কাজের স্থান: অসমের ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেও জেলা এবং অরুণাচল প্রদেশের চাংলাং জেলা
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
advertisement
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৯.১২.২০২১
Oil India Limited Recruitment 2021: বিশেষ ঘোষণা
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রার্থীরা যাঁরা সফলভাবে অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রাসঙ্গিক বিষয়ে অ্যাপ্রেন্টিস ট্রেনিং গ্রহণ করেছেন এবং সম্পন্ন করেছেন, অথবা যাঁদের বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং (Board of Practical Training), ইস্টার্ন রিজিয়ন, কলকাতা দ্বারা জারি করা দক্ষতামূলক সার্টিফিকেট রয়েছে তাঁদের বয়সে ছাড় দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগের জন্য সর্বোচ্চ বয়সসীমা তাঁদের ওআইএল-এ অনুসারে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের সময়কালের সীমা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
advertisement
Oil India Limited Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার দ্বারা প্রার্থীদের নির্বাচন করা হবে। SC/ST এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যূনতম ৪০% নম্বর এবং অন্যান্যদের জন্য ন্যূনতম ৫০% নম্বর উত্তীর্ণ হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে৷
Location :
First Published :
November 12, 2021 12:23 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Oil India Limited Recruitment 2021: প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি অয়েল ইন্ডিয়ার! কী ভাবে করবেন আবেদন? জানুন খুঁটিনাটি...