Job Vacancy: চাকরির মেগা খবর! ২৭৮৯ পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Last Updated:

Job Vacancy: Punjab SSSB Recruitment 2021: প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

 Job Vacancy- Photo Courtesy- Representative
Job Vacancy- Photo Courtesy- Representative
#চণ্ডীগড়: সম্প্রতি পঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের (Punjab Subordinate Service Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক (Clerks) নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে sssb.punjab.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Punjab SSSB Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। যদিও ক্লার্ক-আইটি ও ক্লার্ক-অ্যাকাউন্টস পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ ১৫ নভেম্বর, ২০২১। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়ীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Punjab SSSB Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৭৮৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ক্লার্ক-আইটি: ২১২টি পদ
ক্লার্ক-অ্যাকাউন্টস: ২০৩টি পদ
advertisement
ক্লার্ক: ২৩৭৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: পঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (Punjab SSSB)
পদের নাম: ক্লার্ক-আইটি, ক্লার্ক-অ্যাকাউন্টস, ক্লার্ক
শূন্যপদের সংখ্যা: ২৭৮৯
কাজের স্থান: পঞ্জাব
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৮.১১.২০২১
Punjab SSSB Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, তফসিলি জাতি, বিসি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে। প্রাক্তন চাকরিজীবী ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য যথাক্রমে ২০০ টাকা এবং ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
advertisement
Punjab SSSB Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ ট্যাবে ক্লিক করতে হবে। এর পর নিজেদের নাম রেজিস্টার আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে আবেদন ফি সহ জমা করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://nltchd.info/sssbpb-clerks-preexam/ ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: চাকরির মেগা খবর! ২৭৮৯ পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement