#দুবাই: টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম আফগানিস্তানের মধ্যে আজ মহা মোকাবিলা (IND vs AFG) ৷ আফগানিস্তান যদি সেমিফাইনালে যেতে চায়, তাহলে এই ম্যাচে ভারতকে তাদের হারাতেই হবে৷ আর ভারত যদি সেমিফাইনালে যেতে চায় বা সোজা কথায় টুর্নামেন্টে টিকে থাকতে চায় তাহলে এই ম্যাচে জিততেই হবে ভারতকেও৷ এই ম্যাচের আগে রশিদ খান (Rashid Khan) আফগানিস্তানের ক্রিকেট ফ্যানদের জন্য আবেগপূর্ণ এক বার্তা দিয়েছেন৷ তিনি ট্যুইটারে এক ভিডিও বার্তা পোস্ট করে ক্রিকেট ফ্যানদের নিয়ম পালনের আবেদন করেছেন৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের সময় কিছু ফ্যান বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকেছে এই খবর সামনে এসেছিল৷ তারই নিরিখে এই প্রস্তাব তিনি ভারত বনাম আফগানিস্তান ম্যাচের দিন করেছেন৷ তাঁরা এই কাণ্ড করেও লাভ হয়নি কারণ তাঁরা মাঠেই ঢুকতে পারেননি৷ এরফলে মাঠের বাইরে দুই দেশের সমর্থকরা মারামারিও করে৷ এই কারণে আইসিসিকে ক্ষমা চাইতে হয়৷
I’m super excited about tomorrow’s AFGvIND game. I was disappointed at the scenes last weekend; we need to fly our national flag 🇦🇫 high & do our country proud. Pls respect rules & support the organisers @ICC @T20WorldCup @AbuDhabiCricket, only coming to the stadium with a ticket pic.twitter.com/GXsf1vSoiR
— Rashid Khan (@rashidkhan_19) November 2, 2021
রশিদ খান নিজের ভিডিও মেসেজ এই কথা বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে ‘‘ভারত বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে মানুষের মধ্যে তীব্র উন্মাদনা৷ গত সপ্তাহে স্টেডিয়ামে যা যা হয়েছে তা খুবই নিরাশাজনক৷ নিজেদের দেশের পতাকার অসম্মান করেছেন তাঁরা৷ দেশের সম্মান মাথায় রাখুন, শুধুমাত্র টিকিট নিয়েই মাঠে ঢুকুন৷ ’’
আরও পড়ুন - West Bengal Weather Update: কেমন থাকবে বাংলার আবহাওয়া, দেশের একাধিক রাজ্যে বৃষ্টির অ্যালার্ট আইএমডি-র
আফগানিস্তান বনাম পাকিস্তানের মধ্যে লড়াইতে মাঠের বাইরে নক্কারজনক পরিস্থিতি হয়েছিল৷ স্টেডিয়ামের ভিতরেও উত্তাপ ছিল৷ ম্যাচ যেরকম যেরমকম ফলাফলের দিকে যাচ্ছিল তখন ফ্যানদের উন্মাদনাও চরমে পৌঁছে যায়৷ নিজের দলের জন্য গলা ফাটাতে গিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দেশের ফ্যানরাই৷ এক দেশের ফ্যান অন্য দেশের ফ্যানদের লাথি-ঘুঁষি মারছেন তার ভিডিও-য় সামনে এসেছিল৷
আরও পড়ুন -T20 World Cup: Ind vs AFG: এই ম্যাচ হারলে টি টোয়েন্টি বিশ্বকাপে টা-টা, বিরাট আনছেন একাধিক চমক
আইসিসি যেই পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের টিকিটের গণ্ডগোলের বিষয়টির খবর জানতে পারে, তারপরেই ক্ষমা চায়৷ তারপরেই তারা বলে বৈধ টিকিট থাকা ব্যক্তিরা মাঠে ঢুকতে না পারায় তারা ক্ষমা চায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।