#নয়াদিল্লি: সম্প্রতি জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজির (Indian Institute of Technology) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা জম্মুর IIT-এর অফিসিয়াল ওয়েবসাইটে iitjammu.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
IIT Jammu Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন - Job Vacancy: চাকরির মেগা খবর! ২৭৮৯ পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
IIT Jammu Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
IIT Jammu Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার: ১টি পদ
ডেপুটি রেজিস্ট্রার: ১টি পদ
সায়েন্টিফিক অফিসার: ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ৪টি পদ
ইনস্টিটিউট কাউন্সিলার: ১টি পদ
সিকিউরিটি অফিসার: ১টি পদ
কেরিয়ার ডেভেলপমেন্ট অফিসার: ১টি পদ
টেকনিক্যাল অফিসার: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ১টি পদ
জুনিয়র টেকনিক্যাল অফিসার: ১টি পদ
ফায়ার এবং সেফটি ম্যানেজার: ১টি পদ
জুনিয়র সুপারিন্টেনডেন্ট: ২টি পদ
জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট: ১০টি পদ
কেয়ারটেকার কাম ম্যানেজার: ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস অফিসার: ২টি পদ
সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৩টি পদ
জুনিয়র ল্যাবরেটরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ
আরও পড়ুুন - Explained: মিষ্টি খেলেই কি Diabetes রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? এক ক্লিকেই ধারণা হবে পরিষ্কার
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি, জম্মু (IIT)
পদের নাম: ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, সায়েন্টিফিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ইনস্টিটিউট কাউন্সিলার, সিকিউরিটি অফিসার
শূন্যপদের সংখ্যা: ৩৬
কাজের স্থান: জম্মু
কাজের ধরন: স্থায়ী কাজ
নির্বাচন পদ্ধতি: প্রয়োজন অনুসারে
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৬.১১.২০২১
IIT Jammu Recruitment 2021: আবেদনের যোগ্যতা
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা এই লিঙ্কটিতে https://iitjammu.ac.in/Advertisements/Regular/Advertisement%20012021%20dated%2026102021.pdf সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন।
IIT Jammu Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ সহ অন্যান্য দিক পরীক্ষা করে দেখা হব।
IIT Jammu Recruitment 2021: আবেদন ফি
গ্রু-‘এ’ পদের জন্য ১০০০ টাকা এবং গ্রুপ ‘বি’ পদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC/ST/PwD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি মকুব করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।