Job Vacancy: সেন্ট্রাল সিল্ক বোর্ডে ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট Recruitment! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: Central Silk Board Recruitment 2021: প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।
#নয়াদিল্লি: সম্প্রতি সেন্ট্রাল সিল্ক বোর্ডের (Central Silk Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Central Silk Board Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আবেদনপত্র পূরণ সম্পন্ন হলে প্রার্থীদের আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সার্টিফিকেট সহ এই মেইল আইডিতে পাঠাতে হবে training.csb@nic.in অথবা rond.csb@nic.in
advertisement
Central Silk Board Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের স্কিম ফর ক্যাপাসিটি বিল্ডিং ইন টেক্সটাইল সেক্টরের (Scheme for Capacity Building in Textile Sector) অধীনে নিয়োগ করা হবে।
advertisement
Central Silk Board Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
advertisement
আরও পড়ুন - টাকার বিনিময়ে Cricket দলে সিলেকশন, বাংলার প্রাক্তন অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার গ্রেফতার, নজরে IPL প্লেয়ার
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সেন্ট্রাল সিল্ক বোর্ড (Central Silk Board)
পদের নাম: ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ৬০
কাজের স্থান: কিছু জানানো হয়নি
advertisement
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৭.১১.২০২১
Central Silk Board Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ
প্রতিষ্ঠানের তরফে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে ইন্টারভিউ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ইন্টারভিউ নেওয়া হবে বারাণসীতে। ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন ও স্থান জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
advertisement
নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রার্থীরা এই লিঙ্কটি https://csb.gov.in/wp-content/uploads/2021/11/Advertisement-for-Post-of-Trainer-Training-Assistant.pdf ব্যবহার করতে পারেন।
Location :
First Published :
November 08, 2021 4:28 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: সেন্ট্রাল সিল্ক বোর্ডে ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট Recruitment! কী ভাবে আবেদন করবেন?