টাকার বিনিময়ে Cricket দলে সিলেকশন, বাংলার প্রাক্তন অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার গ্রেফতার, নজরে IPL প্লেয়ার

Last Updated:

ক্রিকেটে (Cricket) পয়সা নিয়ে নির্বাচন (Cash For Selection in cricket)- এইরকম মারাত্মক অভিযোগ সামনে এসেছে৷

cash for selection in cricket
cash for selection in cricket
#কলকাতা: ক্রিকেটে (Cricket) পয়সা নিয়ে নির্বাচন (Cash For Selection in cricket)- এইরকম মারাত্মক অভিযোগ সামনে এসেছে৷ এই মামলা গুরুগ্রাম পুলিশ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মালিককে গ্রেফতার করে নিয়েছে৷ ৯ জুলাই এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে৷ উত্তরপ্রদেশের ক্রিকেটার অংশুল রাজ এই বছরে ৯ জুলাই গুরুগ্রাম পুলিশে দায়ের হয়েছিল অভিযোগ৷ গুরুগ্রামের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সিকিয়োর কর্পোরেট ম্যানেজমেন্টের অধ্যক্ষ আশুতোষ ভোরা সিলেকশনের নামে ফ্রড করেছে৷ অংশুল- ভোরার বিরুদ্ধে হিমাচল প্রদেশের অনুর্ধ্ব ২৩ , সিকে নাইডু দলে জায়গা পাওয়ানোর নাম করে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন৷
এই স্ক্যামে তিনটি রাজ্য ক্রিকেট (Cricket) সংস্থার আধিকারিকের নাম , একজন ফিক্সারের নাম, দিল্লি ক্রিকেটের নির্বাচকের প্রাক্তন কর্মচারী, আইপিএলের (IPL) প্রাক্তন ক্রিকেটার এবং একজন বাংলার অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারের নাম সামনে এসেছে৷
advertisement
advertisement
উত্তর প্রদেশের জালৌন জেলার বাসিন্দা এই ক্রিকেটার রাজ গুরুগ্রামের পুলিশকে নিডের অভিযোগে জানিয়েছেন ভোরা তাঁকে সিকিম টিমে জায়গা দেওয়ার কথা বলেছিলেন৷ রাজ নিজের অভিযোগে বলেন, ‘‘আমি একটি গরীব পরিবার থেকে এসেছি৷ আমার স্বপ্ন ছিল ভারতের জার্সিতে খেলব৷ কিন্তু অভিযুক্ত আমাকে ও আমার পরিবারকে ধোঁকা দিয়েছে৷ আর নির্বাচনের নামে টাকা নিয়েছে৷ আমি প্রার্থণা করছি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হোক৷ ’’ এরপর গুরুগ্রাম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়৷
advertisement
এই অভিযোগের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর পুলিশ ভোরার অফিসে হানা দেয়৷ সোহনা রোডের অফিসে তাঁর কন্ট্র্যাক্টের কাগজ হাতে পায়৷ সেখানে দেখা যায় ১৮ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে টাকা নিয়েছিল৷ ফোনের কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখে টাকাপত্র লেনদেনের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে৷ এই কাণ্ড ভোরার এক সঙ্গী বাংলার প্রাক্তন অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার দানিশ মির্জাকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
গুরুগ্রাম পুলিশ এই ফ্রড কেসে চার্জশিট দাখিল করেছে৷ এই পুরো চক্রটিকে ধরার জন্য পুলিশে দিল্লি, অরুণাচলপ্রদেশ , উত্তরখণ্ড, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছে৷ সকলের নামেই নোটিশ জারি করা হয়েছে৷
অভিযুক্ত ভোরাকেও পুলিশ গ্রেফতার করা হয়েছে৷ মামলার পরের শুনানি ১৪ নভেম্বর ধার্য করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টাকার বিনিময়ে Cricket দলে সিলেকশন, বাংলার প্রাক্তন অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার গ্রেফতার, নজরে IPL প্লেয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement