টাকার বিনিময়ে Cricket দলে সিলেকশন, বাংলার প্রাক্তন অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার গ্রেফতার, নজরে IPL প্লেয়ার

Last Updated:

ক্রিকেটে (Cricket) পয়সা নিয়ে নির্বাচন (Cash For Selection in cricket)- এইরকম মারাত্মক অভিযোগ সামনে এসেছে৷

cash for selection in cricket
cash for selection in cricket
#কলকাতা: ক্রিকেটে (Cricket) পয়সা নিয়ে নির্বাচন (Cash For Selection in cricket)- এইরকম মারাত্মক অভিযোগ সামনে এসেছে৷ এই মামলা গুরুগ্রাম পুলিশ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মালিককে গ্রেফতার করে নিয়েছে৷ ৯ জুলাই এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে৷ উত্তরপ্রদেশের ক্রিকেটার অংশুল রাজ এই বছরে ৯ জুলাই গুরুগ্রাম পুলিশে দায়ের হয়েছিল অভিযোগ৷ গুরুগ্রামের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সিকিয়োর কর্পোরেট ম্যানেজমেন্টের অধ্যক্ষ আশুতোষ ভোরা সিলেকশনের নামে ফ্রড করেছে৷ অংশুল- ভোরার বিরুদ্ধে হিমাচল প্রদেশের অনুর্ধ্ব ২৩ , সিকে নাইডু দলে জায়গা পাওয়ানোর নাম করে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন৷
এই স্ক্যামে তিনটি রাজ্য ক্রিকেট (Cricket) সংস্থার আধিকারিকের নাম , একজন ফিক্সারের নাম, দিল্লি ক্রিকেটের নির্বাচকের প্রাক্তন কর্মচারী, আইপিএলের (IPL) প্রাক্তন ক্রিকেটার এবং একজন বাংলার অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারের নাম সামনে এসেছে৷
advertisement
advertisement
উত্তর প্রদেশের জালৌন জেলার বাসিন্দা এই ক্রিকেটার রাজ গুরুগ্রামের পুলিশকে নিডের অভিযোগে জানিয়েছেন ভোরা তাঁকে সিকিম টিমে জায়গা দেওয়ার কথা বলেছিলেন৷ রাজ নিজের অভিযোগে বলেন, ‘‘আমি একটি গরীব পরিবার থেকে এসেছি৷ আমার স্বপ্ন ছিল ভারতের জার্সিতে খেলব৷ কিন্তু অভিযুক্ত আমাকে ও আমার পরিবারকে ধোঁকা দিয়েছে৷ আর নির্বাচনের নামে টাকা নিয়েছে৷ আমি প্রার্থণা করছি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হোক৷ ’’ এরপর গুরুগ্রাম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়৷
advertisement
এই অভিযোগের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর পুলিশ ভোরার অফিসে হানা দেয়৷ সোহনা রোডের অফিসে তাঁর কন্ট্র্যাক্টের কাগজ হাতে পায়৷ সেখানে দেখা যায় ১৮ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে টাকা নিয়েছিল৷ ফোনের কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখে টাকাপত্র লেনদেনের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে৷ এই কাণ্ড ভোরার এক সঙ্গী বাংলার প্রাক্তন অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার দানিশ মির্জাকে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
গুরুগ্রাম পুলিশ এই ফ্রড কেসে চার্জশিট দাখিল করেছে৷ এই পুরো চক্রটিকে ধরার জন্য পুলিশে দিল্লি, অরুণাচলপ্রদেশ , উত্তরখণ্ড, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছে৷ সকলের নামেই নোটিশ জারি করা হয়েছে৷
অভিযুক্ত ভোরাকেও পুলিশ গ্রেফতার করা হয়েছে৷ মামলার পরের শুনানি ১৪ নভেম্বর ধার্য করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টাকার বিনিময়ে Cricket দলে সিলেকশন, বাংলার প্রাক্তন অনুর্ধ্ব ১৯ ক্রিকেটার গ্রেফতার, নজরে IPL প্লেয়ার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement