Viral Video: পরণে স্লিভলেস ব্লাউজ, শাড়ি, ‘‘ওয়ান-টু-থ্রি-ফোর’’ সুপারহিট গানে Dance, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মূলত শাড়ি পরেই বিভিন্ন জনপ্রিয় বলিউড গানের সঙ্গে নাচ (woman dancing) করেন এঁরা৷ আর ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়৷
#কলকাতা: সোশ্যাল মিডিয়া (social media) এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এখনকার সব মানুষ সব কাজই করে৷ কেউ ব্যক্তিগত স্তরে এই মাধ্যমকে ব্যবহার করে কেউ কেউ আবার এই মাধ্যমকে নিজের বা নিজেদের পেশাগত কারণেও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে৷ সেখানেই তৈরি হয় নানারকমের ভাইরাল ভিডিও (Viral video)৷ চার মহিলা একটি বিশেষ গ্রুপ দ্য ইন্ডিয়ান এথনিক কোং -র প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করেন৷ এই মহিলাদের নাচ দারুণভাবে জনপ্রিয় ভার্চুয়াল মিডিয়ায়৷ মূলত শাড়ি পরেই বিভিন্ন জনপ্রিয় বলিউড গানের সঙ্গে নাচ (woman dancing) করেন এঁরা৷ আর ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়৷
সারা ভারত জুড়ে এখন উৎসবের মরশুম চলছে আর সেই ফেস্টিভ্যাল উপলক্ষ্যে এই গ্রুপ থেকে চার মহিলা নিজেদের একটি নাচের ভিডিও (dance video) পোস্ট করেছেন৷ সেখান তাঁরা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেসের একটি সুপারহিট গানে নাচ করে ধামাল মাচিয়েছেন৷ পরণে স্লিভলেস ব্লাউজ, ও শাড়ি তাতে তাঁদের লাস্য ও সৌন্দর্য্য ফুটে উঠছে৷ ফলে নিমেষেই ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে গেছে৷ প্রায় ৫৭ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখেছেন৷ লাইকের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে৷ দেখে নিন মহিলাদের নাচের ভিডিও৷
advertisement
advertisement
এই ভিডিও ছাড়াও তাঁরা নিয়মিতই এই প্ল্যাটফর্ম থেকে তাঁর বলিউড গানে নাচের ভিডিও৷ মানুষজন এই ভিডিওগুলি নিয়মিত দেখেন তাঁদের ফ্যান ফলোয়ারও অনেক৷ সকলেই তাঁদের ভিডিও-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন৷
আরও পড়ুন - ‘‘সজনা হ্যায় মুঝে সজনা কে লিয়ে’’-কার জন্য শৃঙ্গার রাগে ব্যস্ত মহম্মদ শামির স্ত্রী, ভাইরাল ভিডিও
advertisement
এই প্রোফাইলটি অবশ্য কোনও ব্যক্তিগত প্রোফাইল নয়৷ এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম৷ সেখানে তাঁরা পণ্য সামগ্রীকে এভাবে সুন্দর নাচের আঙ্গিকে তুলে ধরেন৷
সুন্দরী ললনাদের এই ধরণের ডান্স ভিডিও দর্শকরা দেখেন ও উপভোগ করেন৷ সব মিলিয়ে একেবারে জমজমাট তাঁদের এই ধরণের উপস্থাপনা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2021 10:17 AM IST