Viral Video: পরণে স্লিভলেস ব্লাউজ, শাড়ি, ‘‘ওয়ান-টু-থ্রি-ফোর’’ সুপারহিট গানে Dance, ভাইরাল ভিডিও

Last Updated:

মূলত শাড়ি পরেই বিভিন্ন জনপ্রিয় বলিউড গানের সঙ্গে নাচ (woman dancing) করেন এঁরা৷ আর ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়৷

Video goes viral- Photo Courtesy- Facebook/ Video Grab
Video goes viral- Photo Courtesy- Facebook/ Video Grab
#কলকাতা: সোশ্যাল মিডিয়া  (social media)  এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এখনকার সব মানুষ সব কাজই করে৷  কেউ ব্যক্তিগত স্তরে এই মাধ্যমকে ব্যবহার করে কেউ কেউ আবার এই মাধ্যমকে নিজের বা নিজেদের পেশাগত কারণেও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে৷ সেখানেই তৈরি হয় নানারকমের ভাইরাল ভিডিও (Viral video)৷ চার মহিলা একটি বিশেষ গ্রুপ দ্য ইন্ডিয়ান এথনিক কোং -র প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করেন৷ এই মহিলাদের নাচ দারুণভাবে জনপ্রিয় ভার্চুয়াল মিডিয়ায়৷ মূলত শাড়ি পরেই বিভিন্ন জনপ্রিয় বলিউড গানের সঙ্গে নাচ (woman dancing) করেন এঁরা৷ আর ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়৷
সারা ভারত জুড়ে এখন উৎসবের মরশুম চলছে আর সেই ফেস্টিভ্যাল উপলক্ষ্যে এই গ্রুপ থেকে চার মহিলা নিজেদের একটি নাচের ভিডিও (dance video) পোস্ট করেছেন৷ সেখান তাঁরা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেসের একটি সুপারহিট গানে নাচ করে ধামাল মাচিয়েছেন৷ পরণে স্লিভলেস ব্লাউজ, ও শাড়ি তাতে তাঁদের লাস্য ও সৌন্দর্য্য ফুটে উঠছে৷ ফলে নিমেষেই ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে গেছে৷ প্রায় ৫৭ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখেছেন৷ লাইকের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে৷ দেখে নিন মহিলাদের নাচের ভিডিও৷
advertisement
advertisement
এই ভিডিও ছাড়াও তাঁরা নিয়মিতই এই প্ল্যাটফর্ম থেকে তাঁর বলিউড গানে নাচের  ভিডিও৷ মানুষজন এই ভিডিওগুলি নিয়মিত দেখেন তাঁদের ফ্যান ফলোয়ারও অনেক৷ সকলেই তাঁদের ভিডিও-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন৷
advertisement
এই প্রোফাইলটি অবশ্য কোনও ব্যক্তিগত প্রোফাইল নয়৷ এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম৷ সেখানে তাঁরা পণ্য সামগ্রীকে এভাবে সুন্দর নাচের আঙ্গিকে তুলে ধরেন৷
সুন্দরী ললনাদের এই ধরণের ডান্স ভিডিও  দর্শকরা দেখেন ও উপভোগ করেন৷ সব মিলিয়ে একেবারে জমজমাট তাঁদের এই ধরণের উপস্থাপনা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: পরণে স্লিভলেস ব্লাউজ, শাড়ি, ‘‘ওয়ান-টু-থ্রি-ফোর’’ সুপারহিট গানে Dance, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement