Money: এই Buisness-এ বিনিয়োগ মাত্র ২৫ হাজার, আয় লক্ষ লক্ষ টাকা, সরকার দেয় ৫০% ভর্তুকি

Last Updated:
সরকারি ভর্তুকি ৫০ শতাংশ, মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ (investment) করেই লক্ষ লক্ষ টাকা আয়৷
1/5
#কলকাতা: আপনি কী নিজের ব্যবসা শুরু করতে চান৷ এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন৷ আমাদের কাছ থেকে এক বিশেষ আইডিয়া নিয়ে নিন৷ এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে৷ আর তারপর মাসে মাসে মোটা রোজগার (earn money) হবে এই ব্যবসা থেকেই৷ Photo- File
#কলকাতা: আপনি কী নিজের ব্যবসা শুরু করতে চান৷ এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন৷ আমাদের কাছ থেকে এক বিশেষ আইডিয়া নিয়ে নিন৷ এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে৷ আর তারপর মাসে মাসে মোটা রোজগার (earn money) হবে এই ব্যবসা থেকেই৷ Photo- File
advertisement
2/5
এই ব্যবসা করার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ শতাংশ ভর্তুকিও পাওয়া যাবে৷ এই ব্যবসার নাম পার্ল ফার্মিং (Pearl farming)৷ এই ব্যবসার সূত্র ধরে আপনি লাখপতিও হয়ে যেতে পারেন৷ জেনে নিন কী করে করবেন এই ব্যবসা৷ Photo- File
এই ব্যবসা করার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ শতাংশ ভর্তুকিও পাওয়া যাবে৷ এই ব্যবসার নাম পার্ল ফার্মিং (Pearl farming)৷ এই ব্যবসার সূত্র ধরে আপনি লাখপতিও হয়ে যেতে পারেন৷ জেনে নিন কী করে করবেন এই ব্যবসা৷ Photo- File
advertisement
3/5
এই ব্যবসার জন্য কী কী জরুরি? এর জন্য পুকুর, সিপ (যাতে মুক্তো তৈরি হয়) এবং ট্রেনিং এই তিনটি জিনিস প্রয়োজন৷ যদি নিজে পুকুর খনন করান তাহলে সরকার আপনাকে ৫০ শতাংশ ভর্তুকি দিবে৷ এটা একটা বড় সাহায্য৷ সিপ ভারতের বিভিন্ন প্রান্তেই পাওয়া যায়৷ দক্ষিণ ভারত ও বিহারের দ্বারভাঙায় সিপের গুণগত মান বেশ ভালো৷ মুক্তো চাষের জন্যেও দেশের বিভিন্ন জায়গায় ভালো ট্রেনিং হয়৷ মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ ও মুম্বইতে এই ট্রেনিং ভালো হয়৷ Photo- File
এই ব্যবসার জন্য কী কী জরুরি? এর জন্য পুকুর, সিপ (যাতে মুক্তো তৈরি হয়) এবং ট্রেনিং এই তিনটি জিনিস প্রয়োজন৷ যদি নিজে পুকুর খনন করান তাহলে সরকার আপনাকে ৫০ শতাংশ ভর্তুকি দিবে৷ এটা একটা বড় সাহায্য৷ সিপ ভারতের বিভিন্ন প্রান্তেই পাওয়া যায়৷ দক্ষিণ ভারত ও বিহারের দ্বারভাঙায় সিপের গুণগত মান বেশ ভালো৷ মুক্তো চাষের জন্যেও দেশের বিভিন্ন জায়গায় ভালো ট্রেনিং হয়৷ মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ ও মুম্বইতে এই ট্রেনিং ভালো হয়৷ Photo- File
advertisement
4/5
কী ভাবে তৈরি হয় মুক্তো? সবচেয়ে প্রথমে জাল বেঁধে ১০-১৫ দিনের জন্য পুকুরে রেখে দিতে হয়৷ যাতে মুক্তো চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়৷ তারপর সেগুলি বার করে অস্ত্রোপচার করা হয়৷ সার্জারি অর্থাৎ সিপের মধ্যে একটি পার্টিকেল ঢুকিয়ে দেওয়া হয়৷ এরপর কাটিংয়ের পর সিপ লেয়ার তৈরি হয়৷ যেটা পরে মুক্তোয় পরিণত হয়৷ Photo- File
কী ভাবে তৈরি হয় মুক্তো? সবচেয়ে প্রথমে জাল বেঁধে ১০-১৫ দিনের জন্য পুকুরে রেখে দিতে হয়৷ যাতে মুক্তো চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়৷ তারপর সেগুলি বার করে অস্ত্রোপচার করা হয়৷ সার্জারি অর্থাৎ সিপের মধ্যে একটি পার্টিকেল ঢুকিয়ে দেওয়া হয়৷ এরপর কাটিংয়ের পর সিপ লেয়ার তৈরি হয়৷ যেটা পরে মুক্তোয় পরিণত হয়৷ Photo- File
advertisement
5/5
মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু হয়৷ এই ব্যবসা শুরু করতে ২৫-৩৫ হাজার টাকা লাগে৷ প্রস্তুত হওয়ার পর একটি সিপ থেকে দুটো করে মুক্তো বেরোয়৷ একটি মুক্তো কম করে ১২০ টাকায় বিক্রি হয়৷ আর যদি কোয়ালিটি ভালো হয় তাহলে ২০০ টাকাতেও এক একটা মুক্তো বিক্রি হতে পারে৷ এক একর পুকুরে যদি ২৫ হাজার সিপ ছাড়েন তাহলে ৮ লক্ষ টাকা খরচ হয়৷ ৫০ শতাংশের বেশি সিপ ভালোভাবে বেরোয়৷ সেক্ষেত্রে বছরে ৩০ লক্ষ টাকা রোজগার সুনিশ্চিত৷ Photo- File
মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু হয়৷ এই ব্যবসা শুরু করতে ২৫-৩৫ হাজার টাকা লাগে৷ প্রস্তুত হওয়ার পর একটি সিপ থেকে দুটো করে মুক্তো বেরোয়৷ একটি মুক্তো কম করে ১২০ টাকায় বিক্রি হয়৷ আর যদি কোয়ালিটি ভালো হয় তাহলে ২০০ টাকাতেও এক একটা মুক্তো বিক্রি হতে পারে৷ এক একর পুকুরে যদি ২৫ হাজার সিপ ছাড়েন তাহলে ৮ লক্ষ টাকা খরচ হয়৷ ৫০ শতাংশের বেশি সিপ ভালোভাবে বেরোয়৷ সেক্ষেত্রে বছরে ৩০ লক্ষ টাকা রোজগার সুনিশ্চিত৷ Photo- File
advertisement
advertisement
advertisement