#শ্রীনগর: সম্প্রতি জম্মু এবং কাশ্মীর ব্যাঙ্কের (Jammu and Kashmir Bank) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা জম্মু এবং কাশ্মীর ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে jkbank.com গিয়ে খোঁজ নিতে পারেন।
J-K Bank Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। প্রিন্ট করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ ডিসেম্বর, ২০২১। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- Jio Drive-in theatre: জিও ড্রাইভ-ইন থিয়েটারের উদ্বোধন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
J-K Bank Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
J-K Bank Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ব্যাঙ্কিং অ্যাসোসিয়েট: ২৫টি পদ
প্রবেশনারি অফিসার: ২০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: জম্মু এবং কাশ্মীর ব্যাঙ্ক (Jammu and Kashmir Bank)
পদের নাম: ব্যাঙ্কিং অ্যাসোসিয়েট, প্রবেশনারি অফিসার
শূন্যপদের সংখ্যা: ৪৫
কাজের স্থান: জম্মু ও কাশ্মীর
কাজের ধরন: স্থায়ী কাজ
নির্বাচন পদ্ধতি: লিখিত মেইন পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: ২৮.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্ট্রিমে স্নাতক উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৭.১১.২০২১, প্রিন্ট করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন: ০২.১২.২০২১
J-K Bank Recruitment 2021: আবেদনের যোগ্যতা
ব্যাঙ্কিং অ্যাসোসিয়েট: সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও ডিসিপ্লিনে স্নাতক উত্তীর্ণরা আবেদের যোগ্য। প্রার্থীদের আবেদনের পূর্বেই স্নাতক উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে।
প্রবেশনারি অফিসার: সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও ডিসিপ্লিনে স্নাতক উত্তীর্ণরা আবেদের যোগ্য। প্রার্থীদের আবেদনের পূর্বেই স্নাতক উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে।
J-K Bank Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের অনলাইন মেইন একজাম এবং ইন্টারভিউ নেওয়া হবে। উভয় ক্ষেত্রে উত্তীর্ণ এবং অধিক নম্বরপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতি, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment