Jio Drive-in theatre: জিও ড্রাইভ-ইন থিয়েটারের উদ্বোধন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

Last Updated:

Reliance Industries announces opening of Jio Drive-in theatre: এই ধরনের অত্যাধুনিক শপিং মল ভারতে এই প্রথম ৷

Isha Ambani is Director, Reliance Retail.
Isha Ambani is Director, Reliance Retail.
মুম্বই:  টেকনোলজি, স্টাইল- সবদিক থেকেই দুর্দান্ত জিও ওয়ার্ল্ড ড্রাইভ (JWD) প্রিমিয়াম শপিং মলের উদ্বোধন করেছে রিলায়েন্স ৷ ওই মলে বিশ্বমানের পরিষেবা গ্রাহকদের দিতে বদ্ধপরিকর সংস্থা ৷ ভারতীয়রা যাতে দেশের মধ্যেই আন্তর্জাতিক মানের শপিং মল পান, সেই উদ্দেশ্যেই ওই শপিং মল খোলা হয়েছে ৷ এন্টারটেনমেন্ট, খাবার, রিটেল, সংস্কৃতি- সবই রয়েছে সেখানে ৷ এই ধরনের অত্যাধুনিক শপিং মল ভারতে এই প্রথম ৷ (JWD offers a slew of innovative concepts in entertainment, F&B, retail, culture etc) ৷
রিলায়েন্স রিটেলের ডিরেক্টর ইশা আম্বানি (Isha Ambani, Director, Reliance Retail) বলেন, ‘‘আধুনিক যুগের গ্রাহকদের কথা মাথায় রেখেই জিও ওয়ার্ল্ড ড্রাইভ তৈরি করা হয়েছে ৷ যেখানে মজা, নতুন নতুন জিনিস সবই রয়েছে ৷ JWD-তে বিশ্বের সেরা রিটেল এবং এন্টারটেনমেন্টের অভিজ্ঞতা হবে গ্রাহকদের ৷ এই ধরনের অভিজ্ঞতা গ্রাহকদের আগে কখনও হয়নি ৷ মুম্বইকরদের জন্য জিও ড্রাইভ-ইন থিয়েটার অবশ্যই একটি নতুন বিষয় ৷’’
advertisement
advertisement
মুম্বইয়ের বাণিজ্যিক কেন্দ্র বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন হয়েছিল জিও ওয়ার্ল্ড ড্রাইভ (JWD)-এর ৷ ১৭.৫ একর জমিতে তৈরি হয়েছে এই ‘প্রিমিয়াম রিটেল ডেস্টিনেশন’ ৷ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে হ্যাংআউটের দুর্দান্ত জায়গা এটি ৷
এখানে থাকছে মোট ৭২টি আন্তর্জাতিক এবং ভারতীয় ব্র্যান্ডের আউটলেট ৷ খাবার এবং শপিংয়ের আল্টিমেট ডেস্টিনেশন এটি ৷ সারা বিশ্বের ২৭টি খাবারের আউটলেট (culinary outlets), মুম্বইয়ের প্রথম রুফটপ জিও ড্রাইভ-ইন থিয়েটার, ওপেন এয়ার কমিউনিটি মার্কেট, পোষ্য বান্ধব সার্ভিস এবং আরও অনেক কিছু থাকছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভে (Jio World Drive) ৷
advertisement
রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের সিইও দর্শন মেহতা এর আগে জানিয়েছিলেন, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভ মুম্বইয়ের সোশ্যাল সেন্টারের নতুন ভরকেন্দ্র বলা যেতে পারে ৷ সারা বিশ্বের বিভিন্ন রিটেল সংস্থার আউটলেট রয়েছে এখানে ৷ জিও ড্রাইভ-ইন থিয়েটারও এর নতুন আকর্ষণ হতে চলেছে ৷ এই জায়গাটি অবশ্যই মাস্ট-ভিজিট স্থান সবার জন্যই ৷
advertisement
বিখ্যাত আর্কিটেক্ট রস বনথোর্ন এবং অ্যান্ডি ল্যাম্পার্ড (Ross Bonthorne and Andy Lampard) JWD-এর ডিজাইন বানিয়েছেন ৷ ফরাসি কনসেপ্ট Nuage অনুযায়ী ভাসমান, মেঘের মতো কাঠামো দেখা যাবে এতে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jio Drive-in theatre: জিও ড্রাইভ-ইন থিয়েটারের উদ্বোধন করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement