হোম /খবর /চাকরি ও শিক্ষা /
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ISEC Recruitment 2021: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন?

ফাইল ছবি

ফাইল ছবি

ISEC Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টিউট ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জের (Institute for social and economic change) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (assistant professor) এবং রিসার্চ অ্যাসোসিয়েট (research associate) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ISEC Recruitment 2021: আবেদনের তারিখ

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদনপত্র পূরণের পর প্রার্থীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র পাঠাতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

রিসার্চ অ্যাসোসিয়েট

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ২২ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদনপত্র পূরণের পর প্রার্থীদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র পাঠাতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- মেট্রো রেল কর্পোরেশনে কাজের সুযোগ! আজই আবেদন করুন

ISEC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

ISEC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৬টি পদ, প্রার্থীদের এগ্রিকালচার, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন বিভাগে নিয়োগ করা হবে।

রিসার্চ অ্যাসোসিয়েট: ১টি পদ, গ্রামীণ-শহুরে ইন্টারফেসের বাস্তুসংস্থানীয় (sustainable social-ecological development) উন্নয়নের জন্য কার্যকরী প্রকল্পে গবেষণা সহযোগী রূপে নিয়োগ করা হবে।

আরও পড়ুন- পাবলিক সার্ভিস কমিশনে মেডিক্যাল অফিসার নিয়োগ চলছে, আজই আবেদন করুন

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইনস্টিউট ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ (ISEC)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং রিসার্চ অ্যাসোসিয়েট

শূন্যপদের সংখ্যা: ৭

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদনের শেষ দিন: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- ১৯.১১.২০২১, রিসার্চ অ্যাসোসিয়েট- ২২.১১.২০২১

ISEC Recruitment 2021: বিশেষ ঘোষণা

প্রার্থীরা আবেদন সংক্রান্ত যাবতীয় খবর (বেতনক্রম, যোগ্যতা, বয়সসীমা, নিয়োগের স্থান) আরও বিস্তারিত ভাবে জানতে এই লিঙ্কটি http://www.isec.ac.in/isec1.html ব্যবহার করতে পারেন। প্রার্থীদের সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়ে তার পর আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারলে ভালো হয়।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Job