#আহমেদাবাদ: সম্প্রতি গুজরাত মেট্রো রেল কর্পোরেশনের (Gujarat Metro Rail Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে gujaratmetrorail.com গিয়ে খোঁজ নিতে পারেন।
GMRC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই gujaratmetrorail.com আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
GMRC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
GMRC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সিভিল এনভায়রনমেন্ট এবং সেফটি (প্রজেক্ট উইং): ৬টি পদ
ও এবং এম উইং: ৫টি পদ
GMRC Recruitment 2021: আবেদনের যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি https://www.gujaratmetrorail.com/wp-content/uploads/2021/11/Final-Recruitment-notificaiton-Civil-OM_Nov-2021.pdf ব্যবহার করতে পারেন।
GMRC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের পাঠানো আবেদনপত্র ও অন্যান্য তথ্য সমূহের ভিত্তিতে প্রথমে একটি বাছাই তালিকা প্রকাশ করা হবে। সেই বাছাই তালিকা অনুসারে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, স্থান ও অন্যান্য বিষয়ে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- পাবলিক সার্ভিস কমিশনে মেডিক্যাল অফিসার নিয়োগ চলছে, আজই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: গুজরাত মেট্রো রেল কর্পোরেশন (Gujarat Metro Rail Corporation)
পদের নাম: সিভিল এনভায়রনমেন্ট এবং সেফটি (প্রজেক্ট উইং), ও এবং এম উইং
শূন্যপদের সংখ্যা: ১১
কাজের স্থান: গুজরাত
কাজের ধরন: স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি: শর্টলিস্ট ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩০.১১.২০২১
আরও পড়ুন- ২৭৫ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ভারতীয় নৌসেনা! আজই আবেদন করুন!
GMRC Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীকে প্রস্তাব প্রাপ্তির তিন দিনের (কাজের দিন) মধ্যে প্রস্তাবে তাদের গ্রহণযোগ্যতা নির্দেশ করতে হবে। না হলে মেধাক্রম অনুসারে পরবর্তী প্রার্থীকে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের GMRCL-এর নিয়ন্ত্রক নীতি অনুযায়ী অন্যান্য এনটাইটেলমেন্ট ছাড়াও মেডিক্যাল কভারেজ এবং ব্যক্তিগত বিমা প্রদান করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Metro Rail