India Post Recruitment 2021: দারুন সুখবর! হাজার হাজার শূন্যপদে নিয়োগ ভারতীয় ডাক বিভাগে, আবেদনের খুঁটিনাটি এক ক্লিকে...

Last Updated:

India Post Recruitment 2021: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনেই আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ ১৯ অগস্ট, ২০২১।

#India Post Recruitment 2021: গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাচ্ছে অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল GDS-এ মোট ২৩৫৭টি পদে নিয়োগ হবে।
ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কলে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগে শূন্যপদের বিবরণ-
গ্রামীণ ডাক সেবকের মোট তিনটি বিভাগে ২৩৫৭টি পদে নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। জানা গিয়েছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) ও ডাক সেবক পদে নিয়োগ করা হবে।
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ-
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনেই আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ ১৯ অগস্ট, ২০২১।
advertisement
advertisement
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীম -
জুলাই ২০, ২০২১ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবেই সে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে।
গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি-
UR/OBC/EWS-দের এই পদে আবেদনের জন্য ১০০ টাকা করে দিতে হবে। বাকি মহিলা, রূপান্তরকামী মহিলা, SC/ST এবং PwD প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
advertisement
ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল GDS-এর জন্য আবেদনের প্রক্রিয়া-
১. ভারতীয় ডাক বিভাগে আবেদনের জন্য প্রথমে তাদের অফিশিসিয়াল ওয়েবসাইট https://appost.in/gdsonline/ বা https://indiapost.gov.in-এ যেতে হবে।
২. রেজিস্টার করতে হবে নিজের নাম।
৩. ফি জমা করতে হবে অর্থাৎ যাদের ফি দেওয়ার কথা তাদের ১০০ টাকা দিতে হবে অনলাইনে।
৪. আবেদন পত্রটি আসবে, যা ফিল আপ করতে হবে নির্দিষ্ট ও নির্ভুল তথ্য দিয়ে।
advertisement
৫. সাবমিটে ক্লিক করতে হবে।
পরীক্ষার সময় বা পরবর্তীকালে প্রয়োজন হতে পারে, তাই ফর্ম ডাউনলোড করে রেখে দিতে হবে এবং পরবর্তীকালে লাগতে পারে বলে একটা হার্ড কপি প্রিন্ট আউট করে রাখতে হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য বা এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে কী কী পরীক্ষা হবে, কতগুলো ধাপে হবে তা জানানো হয়নি। এই সংক্রান্ত সমস্ত তথ্যও অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
India Post Recruitment 2021: দারুন সুখবর! হাজার হাজার শূন্যপদে নিয়োগ ভারতীয় ডাক বিভাগে, আবেদনের খুঁটিনাটি এক ক্লিকে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement