IAF AFCAT 2021: ৩৩৪ পদের জন্য AFCAT-এভারতীয় বিমান বাহিনীর বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
রেজিস্ট্রশন প্রক্রিয়া শুরু হবে ১ জুন থেকে এবং শেষ হবে ৩০ জুন।
#নয়াদিল্লি: বিমান বাহিনীর সাধারণ ভর্তি পরীক্ষা বা AFCAT-র বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় বিমান বাহিনী। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল), শর্ট সার্ভিস কমিশনের (SSC), ফ্লাইং ব্রাঞ্চ এবং স্থায়ী কমিশন (Permanent Commission) ইত্যাদি একাধিক বিভাগে হবে নিয়োগ। মোট ৩৩৪টি শূন্যপদে হবে নিয়োগ।
রেজিস্ট্রশন প্রক্রিয়া শুরু হবে ১ জুন থেকে এবং শেষ হবে ৩০ জুন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট careerindianairforce.cdac.in বা afcat.cdac.in. ভিজিট করুন।
এই পদগুলির বাছাইয়ের জন্য, প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, তার পরে অফিসার্স ইন্টেলিজেন্স রেটিং টেস্ট এবং চিত্র অনুধাবন, আলোচনা পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং অবশেষে সাক্ষাৎকার নেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীর যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: যাঁরা ফ্লাইং ব্রাঞ্চ পদে আবেদন করবেন, তাঁদের দ্বাদশ শ্রেণিতে অবশ্যই গণিত এবং পদার্থবিদ্যায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এবং স্নাতক ডিগ্রিতে থাকতে হবে ৬০ শতাংশ নম্বর। গ্রাউন্ড ডিউটি(টেক)-এর জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, সেই সমস্ত প্রার্থীদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ BTech/BE ডিগ্রি থাকতে হবে।
বয়স: ফ্লাইং ব্রাঞ্চ-এর জন্য, বয়সের উর্ধ্বসীমা ২৪ বছর এবং গ্রাউন্ড ডিউটির জন্য বয়সের উর্ধ্বসীমা ২৬ বছর।
advertisement
কী ভাবে আবেদন করবেন:
স্টেপ ১: afcat.cdac.in এ IAF AFCAT ২০২১-এর অফিসিয়াল পোর্টালটি দেখুন
স্টেপ ২: প্রার্থীদের লগইন ট্যাবে যান এবং হোমপেজে থাকা AFCAT 02/2021-তে ক্লিক করুন
স্টেপ ৩: এর পরে, নিউ রেজিস্ট্রশন-এ ক্লিক করুন
স্টেপ ৪: বিশদ জমা দিন এবং রেজিস্ট্রশন আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করে তা আপনার রেজিস্টার্ড নম্বরে পাঠিয়ে দিন
advertisement
স্টেপ ৫: রেজিস্ট্রশনের বিশদটি ব্যবহার করে লগইন করুন এবং AFCAT 02/2021 আবেদন ফর্মটি পূরণ করুন
স্টেপ ৬: আবেদন ফি প্রদানের জন্য এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য AFCAT 02/2021 এর আবেদন ফর্মের একটি অনুলিপি ডাউনলোড করুন
আবেদন ফি:
প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে যাঁরা NCC স্পেশাল এন্ট্রির মাধ্যমে আবেদন করেছেন তাঁদের কোনও ফি দিতে হবে না।
Location :
First Published :
May 28, 2021 5:59 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IAF AFCAT 2021: ৩৩৪ পদের জন্য AFCAT-এভারতীয় বিমান বাহিনীর বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন?