BHEL Recruitment 2021: আকর্ষণীয় বেতনে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদনের শেষ দিন ২৪ সেপ্টেম্বর!
- Published by:Raima Chakraborty
Last Updated:
BHEL-এর পক্ষ থেকে সিভিল ডিসিপ্লিনে অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার, সুপারভাইজার ইত্যাদি পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। (BHEL Recruitment 2021)
#নয়াদিল্লি: ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের (Bharat Heavy Electricals Limited) বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে BHEL-এর পক্ষ থেকে সিভিল ডিসিপ্লিনে অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার, সুপারভাইজার ইত্যাদি পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।(BHEL Recruitment 2021)
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে BHEL-এর অফিসিয়াল ওয়েবসাইটে careers.bhel.in -এ গিয়ে খোঁজ নিতে পারেন।
BHEL Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
উল্লিখিত পদের জন্য বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
advertisement
BHEL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
মোট ২২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
advertisement
ইঞ্জিনিয়ার (FTA-Civil): ৭টি পদ
সুপারভাইজার (FTA-Civil): ১৫টি পদ
BHEL Recruitment 2021: আবেদনের বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৪ বছর হতে পারে। ওবিসি ক্যাটেগরির (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
advertisement
BHEL Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ার (FTA-Civil):
প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং-এ সম্পূর্ণ সময়ের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এছাড়াও প্রার্থীদের রিইনফোর্স সিমেন্ট স্ট্রাকচারে/ স্ট্রাকচারাল স্টিল ফ্যাব্রিকেশন এবং ইরেকশন ওয়ার্কে ও পিলিং ওয়ার্ক সহ বড় ধরনের নির্মীয়মাণ প্রজেক্টে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সুপারভাইজার (FTA-Civil):
সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ জেনারেল/ ওবিসি/ EWS প্রার্থীদের ৬০% এবং তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ৫০% নম্বরসহ ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের রিইনফোর্স সিমেন্ট স্ট্রাকচারে/ স্ট্রাকচারাল স্টিল ফ্যাব্রিকেশন এবং ইরেকশন ওয়ার্কে ও পিলিং ওয়ার্ক সহ বড় ধরনের নির্মীয়মাণ প্রজেক্টে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
BHEL Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজের Career with BHEL-এর Current Job Openings লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে BHEL PSER needs experienced Engineers and Supervisors in Civil discipline on Fixed Tenure Appointment basis লিঙ্কটিতে গিয়ে ‘Apply Online’-এ প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন সম্পূর্ণ হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
Location :
First Published :
September 08, 2021 1:58 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BHEL Recruitment 2021: আকর্ষণীয় বেতনে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ, আবেদনের শেষ দিন ২৪ সেপ্টেম্বর!