IIT Kharagpur: মোটা টাকার চাকরির সুযোগ আইআইটি খড়গপুরে, জানুন বিস্তারিত
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
IIT Kharagpur: সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে গবেষণা সংক্রান্ত কাজের জন্য মোটা অংকের বেতনে একজন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর: গবেষণা করা আপনার স্বপ্ন? আইআইটিতে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ ভারতের প্রযুক্তিবিদ্যার এই প্রাচীনতম প্রতিষ্ঠানে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম টেক করা থাকলে মোটা অংকের বেতনের চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুর। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে গবেষণা সংক্রান্ত কাজের জন্য মোটা অংকের বেতনে একজন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে একটি বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। আবেদনকারীর কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক ডিগ্রি থাকতে হবে শুধু তাই নয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় ৭.৫ সিজিপিএ থাকলে তবেই আবেদন জানানো যাবে। সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের আর্থিক সহযোগিতায় Nano particle mediated suppression of spin dewetting(NMU) প্রকল্পে কাজের জন্য একজন গবেষক নিয়োগ করবে আইআইটি।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মোট একজন ব্যক্তি নিয়োগ করা হবে। এই প্রকল্পে কাজের জন্য প্রতিমাসে সাম্মানিক ৩৭ হাজার টাকা দেওয়া হবে। লাগবে না কোনও আবেদন মূল্য। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। বয়সের সর্বোচ্চ সীমা ২৮ বছর। আবেদন জানানোর শেষ তারিখ ৮ জুলাই ২০২৫।
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য।গবেষণার ইচ্ছে থাকলে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 8:40 PM IST