JEE main 2023: জয়েন্টে স্কোর ১০০ শতাংশ, কিন্তু তাও আবার পরীক্ষায় বসতে চান এই টপার!

Last Updated:

ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের এই পরীক্ষাতে ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করছেন মেধাবী এই ছাত্র৷ তবে ১৭ বছরের বিশ্বজিৎ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের দ্বিতীয় সেশনে আবার বসতে চান

জয়েন্টে স্কোর ১০০ শতাংশ, কিন্তু তাও আবার পরীক্ষায় বসতে চান এই টপার!
জয়েন্টে স্কোর ১০০ শতাংশ, কিন্তু তাও আবার পরীক্ষায় বসতে চান এই টপার!
চেন্নাই: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE main 2023) সেশন ১- এর সম্প্রতি ফলপ্রকাশ হয়েছে৷ আর সেই পরীক্ষাতেই অভাবনীয় সাফল্য পেয়েছেন তামিলনাড়ুর এনকে বিশ্বজিৎ৷ চেন্নাইয়ের বাসিন্দা বিশ্বজিৎ পুরো তামিলনাড়ু রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন৷ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের এই পরীক্ষাতে ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করছেন মেধাবী এই ছাত্র৷ তবে ১৭ বছরের বিশ্বজিৎ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের দ্বিতীয় সেশনে আবার বসতে চান, ইচ্ছে এর চেয়েও বেশি নম্বর পাওয়া৷ অবশ্য তাঁর মূল লক্ষ্য JEE Advance 2023.
কিন্তু এত কঠিন পরীক্ষায় কীভাবে ১০০ তে ১০০ পেলেন বিশ্বজিৎ? চেন্নাইয়ের পড়ুয়ার কথায় পরিকল্পনা মাফিক পড়াশুনা এবং কঠোর পরিশ্রমই তাঁর এই সাফল্যের চাবিকাঠি৷ ‘‘পরীক্ষার প্রস্তুতির সময় আমি সংক্ষিপ্ত নোট তৈরি করেছি এবং বিষয়গুলিকে বারবার রিভাইজ করেছি। আমি অলিম্পিয়াড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ফলে জেইই মেইন ক্র্যাক করা আমার পক্ষে এতটা কঠিন ছিল না। সঙ্গে আমি স্কুলেও অনেকবার মক টেস্ট দিয়েছি’’ জানালেন নারায়ণা অলিম্পিয়াড স্কুলের ক্লাস ১২-এর ছাত্র এনকে বিশ্বজিৎ৷
advertisement
advertisement
তামিলনাড়ুর মেধাবী এই ছাত্র ভবিষ্যতে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করতে চান, সঙ্গে পেশা হিসেবে বেছে নিতে চান প্রযুক্তিবিদ্যাকে৷ তাঁর কথায় ‘‘ বরাবরই আমার প্রিয় বিষয় পদার্থবিদ্যা৷ তাই পদার্থবিজ্ঞানে নিজের অবদান রাখতে চাই৷ কোনও বড় সমীকরণ দেখলেই মনে হয় এখনই তাঁর সমাধান করি৷’’
advertisement
তামিলনাড়ুর এন কুমারন এবং হেমামালিনি কুমারনের একমাত্র পুত্র বিশ্বজিৎ, দুজনেই ম্যানেজমেন্ট প্রফেসনাল৷ বিশ্বজিতের কথায় তাঁর সাফল্যের এক বড় কৃতিত্ব তাঁর মা বাবারও৷ সন্তানের জন্য বাড়িতে পড়াশুনোর খুব সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছিলেন তাঁরা৷ লেখাপড়ায় তাই সাফল্যের সেরা নিদর্শন রেখেছে বিশ্বজিৎ৷ দশম শ্রেনিতেও ৮০ শতাংশ পেয়ে ন্যাশানাল ইন্সিটিউট অফ ওপেনিং স্কুলিং (NIOS) থেকে পাস করেন তিনি৷ ভবিষ্যতে IIT বোম্বে কিংবা IIT ম্যাড্রাসে পড়াশুনো করতে চান বিশ্বজিৎ৷
advertisement
কিন্তু একদিকে জেইই মেইন, জেইই অ্যাডভান্সড এবং অন্যদিকে বোর্ড পরীক্ষার প্রস্তুতির মধ্যে কীভাবে ভারসাম্য রেখেছিলেন বিশ্বজিৎ? মেধাবী এই ছাত্রের কথায় স্কুলের দেওয়া সিডিউল তাঁকে বেশ সাহায্য করেছে৷ সঙ্গে বারবার রিভিসন দেওয়ার লক্ষ্যে সময়ের অনেক আগেই বিষয়গুলির পড়া শেষ করে ফেলেন তিনি৷ পড়াশুনার বাইরে ছবি আঁকতে ভালবাসেন JEE main-এর তামিলনাড়ুর টপার৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE main 2023: জয়েন্টে স্কোর ১০০ শতাংশ, কিন্তু তাও আবার পরীক্ষায় বসতে চান এই টপার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement