JEEMain2023 exam: হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই পরীক্ষা, তবে এখনও জয়েন্ট এন্ট্রান্স পিছিয়ে দেওয়ার দাবিতে অনড় পড়ুয়ারা

Last Updated:

ন্যাশনাল টেস্টিং এজেন্সির(NTA) কাছে জয়েন্ট এন্ট্রান্স( JEE mains ২০২৩) সেশন ১ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জয়েন্টের-এর পরীক্ষার্থীরা ৷ সঙ্গে যোগ্যতার মানদণ্ড হিসেবে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে, এই নতুন নিয়মটিকেও মুছে ফেলার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে সরব পড়ুয়ারা

জয়েন্ট এন্ট্রান্স পিছিয়ে দেওয়ার দাবিতে অনড় পড়ুয়ারা
জয়েন্ট এন্ট্রান্স পিছিয়ে দেওয়ার দাবিতে অনড় পড়ুয়ারা
নয়াদিল্লি:  সামনেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তবে পরীক্ষার দিন ঘোষণার পর থেকেই নির্ধারিত দিন পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন পড়ুয়ারা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির(NTA) কাছে জয়েন্ট এন্ট্রান্স( JEE mains ২০২৩) সেশন ১ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং-এর পরীক্ষার্থীরা ৷ সঙ্গে যোগ্যতার মানদণ্ড হিসেবে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে, এই নতুন নিয়মটিকেও মুছে ফেলার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে সরব তাঁরা৷
গত বছর অর্থাৎ ২০২২-এর ১৫ ডিসেম্বর ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করে NTA৷ বোর্ডের ঘোষণা অনুযায়ী পরীক্ষার প্রথম পর্ব শুরু হয়ে যাবে ২৪ জানুয়ারি৷ তারপর থেকেই ট্যুইটারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা JEEMain2023 পরীক্ষা এপ্রিলে মাসে করার দাবি জানাচ্ছেন ৷
advertisement
advertisement
পরীক্ষার্থীদের কথায় JEE Main 2023 আর বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা একই সময়ে হবে৷ যা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত অসুবিধাজনক৷ ছাত্রছাত্রীদের এই দাবি পৌঁচেছে আদালতের দোরগড়াতেও৷ বোম্বে হাইকোর্টে আগে এই বিষয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছিল৷ তবে, আদালত ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা স্থগিত করতে অস্বীকার করে, কারণ এই ধরনের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিনক্ষণ বদলালে তার ফলে "ক্যাসকেডিং প্রভাব" তৈরি হবে৷
advertisement
তবে পড়ুয়াদের পাল্টা দাবি যে বহু রাজ্যের বোর্ডের পরীক্ষার দিনের সঙ্গেই একই দিনে পড়তে চলেছে JEE Main ৷ আসাম বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে জানুয়ারি ২৫ থেকে৷ অন্যদিকে বিহার এবং তেলেঙ্গানা বোর্ডের প্র্যাকটিক্যাল জানুয়ারির ২০ থেকে শুরু হতে চলেছে৷ এনটিএ বোর্ডের তারিখ অনুযায়ী জয়েন্ট পরীক্ষা চলবে জানুয়ারি ২৪ থেকে ফেব্রুয়ারি ১ পর্যন্ত ৷ ফলত এইসব বোর্ডের পরীক্ষাগুলি JEEMain পরীক্ষার দিনগুলির মধ্যেই পড়তে চলেছে ৷
advertisement
এত সংক্ষিপ্ত সময়ে জেইই মেইনের প্রস্তুতি নিতে হবে তাই উদ্বিগ্ন শিক্ষার্থীরা৷ একই দিনে বোর্ডের ব্যবহারিক পরীক্ষা থাকলে কিভাবে জয়েন্ট পরীক্ষা দেবেন সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব পড়ুয়ারা৷ IIT, NIT-এ BTech, BE, BArch-সহ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য বোর্ডের পরীক্ষার নম্বরের যথেষ্ট গুরুত্বও রয়েছে৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEEMain2023 exam: হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই পরীক্ষা, তবে এখনও জয়েন্ট এন্ট্রান্স পিছিয়ে দেওয়ার দাবিতে অনড় পড়ুয়ারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement